আহমদ মুহাম্মদ মুসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমদ মুসা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমদ মুহাম্মদ মুসা
জন্ম (1982-10-07) ৭ অক্টোবর ১৯৮২ (বয়স ৪১)
জন্ম স্থান কাতার
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০০–২০০৭ আল ওয়াক্রাহ
২০০৭–২০০৮ আল রাইয়ান
২০০৮–২০০৯ আল সাইলিয়াহ
জাতীয় দল
২০০১–২০০৪ কাতার ১০ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

আহমদ মুহাম্মদ মুসা (আরবি: أحمد محمد موسى, ইংরেজি: Ahmed Mohamed Musa; ৭ অক্টোবর ১৯৮২; আহমদ মুসা নামে সুপরিচিত) হলেন একজন কাতারি সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আল ওয়াক্রাহ এবং কাতার ফুটবল দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

মুসা ২০০১ সালে কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; কাতারের জার্সি গায়ে তিনি সর্বমোট ১০ ম্যাচে ১টি গোল করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আহমদ মুহাম্মদ মুসা ১৯৮২ সালের ৭ই অক্টোবর তারিখে কাতারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে, ১৮ বছর, ৪ মাস ও ৭ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মুসা সুইডেনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কাতারের হয়ে অভিষেক করেছিলেন। উক্ত ম্যাচের ৫৬তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় সাউদ ফাতহের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি কাতার ০–০ গোলে ড্র করেছিল।[১] কাতারের হয়ে অভিষেকের বছরে মুসা সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর ও ২ দিন পর, কাতারের জার্সি গায়ে প্রথম গোলটি করেছিলেন; ২০০২ সালের ১৬ই ফেব্রুয়ারি তারিখে, সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের ৯০তম মিনিটে কাতারের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছিলেন।[২]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

দল সাল ম্যাচ গোল
কাতার ২০০১
২০০২
২০০৪
সর্বমোট ১০

আন্তর্জাতিক গোল[সম্পাদনা]

গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
১৬ ফেব্রুয়ারি ২০০২ থাইল্যান্ড জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক, থাইল্যান্ড  সিঙ্গাপুর –০ ২–০ প্রীতি ম্যাচ [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Strack-Zimmermann, Benjamin (১৪ ফেব্রুয়ারি ২০০১)। "Qatar vs. Sweden"National Football Teams। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২২ 
  2. Strack-Zimmermann, Benjamin (১৬ ফেব্রুয়ারি ২০০২)। "Singapore vs. Qatar"National Football Teams। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]