আসিদ ইবনে কুরজ আল-বাজালী
অবয়ব
আসিদ ইবনে কুরজ আল-বাজালি হলেন ইসলামের নবী মুহাম্মদের একজন সাহাবি। [১] [২]
বংশপরিচয়
[সম্পাদনা]আসিদ ছিলেন কুরয ইবন আমির ইবন আবদুল্লাহ ইবন আবদুশ শামস ইবন গামগামা ইবন জারির ইবন শাক ইবন সাআব ইবন ইয়াশকার ইবন রাহাম ইবন আফরাক ইবন আফসা ইবন নাজির ইবন কসর ইবন আবকর ইবন আনমার আল-বাজালী।[৩][৪]
গুণাবলি
[সম্পাদনা]আসিদ যখন ইসলাম গ্রহণ করেন, তার সঙ্গে বানু সাকিফ গোত্রের একজন ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি মুহাম্মদ (সা.)-এর কাছে একটি ধনুক উপস্থাপন করেন এবং তার আশীর্বাদ কামনা করেন। মুহাম্মদ (সা.) তার জন্য দোয়া করেন।[৫]
হাদিস বর্ণনা
[সম্পাদনা]রেকর্ড থেকে জানা যায় যে, আসিদ কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হাদিসে অন্যদের ভালোবাসার নির্দেশ দেওয়া হয়েছে যেমন আমরা নিজেদের ভালোবাসি।[৬] এছাড়াও তিনি রোগ, জ্বর এবং পাপ মোচন সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ibn 'Abd al-Barr। Al-Isti'ab fi Ma'rifat al-Ashab volume I। পৃষ্ঠা 79।
- ↑ Al-Bukhari। Al-Kabiir's Book volume II। পৃষ্ঠা 49।
- ↑ রবি আল-আবরার ও নুসুস আল-আখবার. খণ্ড II. পৃষ্ঠা ৩৩০।
- ↑ কিতাব কাবিলা বাজিলা. পৃষ্ঠা ৪৪।
- ↑ ইবন কানি আল-বাগদাদি। মু'জাম আল-সহাবা, খণ্ড II। বেইরুট। পৃষ্ঠা ৪১৪।
- ↑ মুসনাদ আহমদ ইবন হাম্বল খণ্ড II। পৃষ্ঠা ৭০।
- ↑ ইবন আবি আল-দুনিয়া। আল-মারধ ও আল-মুকাফফিরাত। পৃষ্ঠা ৮৫, নং ২১৪।