আল্লাহু চত্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল্লাহু চত্বর
মানচিত্র
অবস্থানমুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ
ধরনস্মৃতিস্তম্ভ
প্রস্থ১৪ ফিট
উচ্চতা৩০ ফিট
সম্পূর্ণতা তারিখসেপ্টেম্বর ২০১৯
খোলার তারিখ৭ সেপ্টেম্বর ২০১৯
নিবেদিতইসলাম

আল্লাহু চত্বর কুমিল্লা জেলার মুরাদনগরের একটি দৃষ্টিনন্দন টাওয়ার। এই টাওয়ারটি সাবেক দোয়েল স্কয়ারে প্রতিস্থাপিত করা হয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

আল্লাহর ৯৯ নাম সমৃদ্ধ আল্লাহু চত্বর কুমিল্লার শবনম আর্ট হল দেশের প্রথম ইসলামিক স্তম্ভ।[১] স্থানীয় রাজনীতিবিদ তৎকালীন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের উদ্যোগে চত্বরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এবং তিনি নিজেই টাওয়ারটি নকশা করেছিলেন। ৭ সেপ্টেম্বর ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে ইউসুফ আব্দুল্লাহ হারুন চত্বরে উদ্বোধন করা হয়েছিল।[২]

অবকাঠামো[সম্পাদনা]

কুমিল্লা শহরের ফৌজদারি মোড়ে আরবি শব্দে তাওহিদের কালেমা লেখা। ভূমি থেকে এর উচ্চতা ৩০ ফুট এবং ব্যাস ১৪ ফুট। এতে একসঙ্গে তৈরি ৩টি স্তম্ভে বাংলা উচ্চারণ ও অর্থসহ আল্লাহর ৯৯ নাম লেখা রয়েছে। এর নিচে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। ফলকটিতে ছয়টি আরবি ক্যালিগ্রাফি টেরাকোটা সমৃদ্ধ যার সর্বোচ্চ উপরে আল্লাহু লেখা রয়েছে।[৩]

অবস্থান[সম্পাদনা]

কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্রে চার রাস্তার মিলিত স্থানে এই ফলক নির্মিত হয়েছে। ফলকটির উত্তর-পশ্চিম পাশ দিয়ে হোমনা উপজেলায়, উত্তর-পূর্ব পাশ দিয়ে রামচন্দ্রপুর হয়ে বাঞ্ছারামপুর রোড, দক্ষিণে মুরাদনগর টু ঢাকা রোড এবং পূর্বে কোম্পানীগঞ্জ হয়ে নবীনগর রোড।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]