আলী মামুদ পূর্ণ গোপীনাথপুর আলিম মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলী মামুদ পূর্ণ গোপীনাথপুর আলিম মাদ্রাসা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি আলিয়া মাদ্রাসা। এটি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাই গোপীনাথপুর ইউনিয়নে পূর্ন গোপীনাথপুর গ্রামে অবস্থিত। মাদ্রাসার দাখিল ও আলিম শ্রেণী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত হয়।[১] মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা মামুনূর রশিদ।

আলী মামুদ পূর্ণ গোপীনাথপুর আলিম মাদ্রাসা
স্থাপিত1970
অধ্যক্ষমামুনুর রশিদ
শিক্ষার্থী600+
ঠিকানা
আক্কেলপুর জয়পুরহাট
,
জয়পুরহাট
,
5940
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনগ্রামীণ

ইতিহাস[সম্পাদনা]

১৯৭০ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। রিয়াজ কাজী আলী মামুদ পূর্ণ গোপীনাথপুর আলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং মাদ্রাসার জন্য জমি দান করেন রিয়াজ কাজি ও আনার আলী খলিফা। ২০০২ সালে মাদ্রাসাটি এমপিও ভুক্ত অনুমোদন লাভ করে। আলী মাহমুদপুর গ্রাম ও পূর্নগোপীনাথপুর গ্রামের নাম অনুসারে মাদ্রাসাটির নাম রাখা হয়।[২] মাদ্রাসাটি আক্কেলপুর উপজেলার একটি প্রাচীন মাদ্রাসা । বর্তমান মাদ্রাসাটি মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত হয়।

ব্যবস্থাপনা[সম্পাদনা]

মাদ্রাসা পরিচালনার জন্য হান্নান খলিফা কে সভাপতি করে ১১ জন বিশিষ্ট পরিচালনা পরিষদ রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনূর রশিদ। মাদ্রাসার মূল ভবনটি একটি দু্ই তালা ভবন। এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এ মাদ্রাসায় আলিম (উচ্চ মাধ্যমিক) পর্যায় পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বর্তমানে ছয় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। প্রত্যেক বছর এ প্রতিষ্ঠান থেকে আলিম, দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা ফলাফল করে আসছে।[৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "২০১৮-১৯ সেশনের বৃত্তির তালিকা" (পিডিএফ)দৈনিক শিক্ষার আলো। ২০২২-০৯-২৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭ 
  2. "আলী মামুদ পূর্ণ গোপীনাথপুর আলিম মাদ্রাসা , Rajshahi Division , Bangladesh"mapsus.net (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭ 
  3. "All Boards Electronic Activity"www.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭