বিষয়বস্তুতে চলুন

আলায়া এফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলায়া এফ
২০২২ সালে আলায়া
জন্ম (1997-11-28) ২৮ নভেম্বর ১৯৯৭ (বয়স ২৬)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০২০ - বর্তমান
পিতা-মাতা
  • ফারহান ইব্রাহিম ফার্নিচারওয়ালা (পিতা)
  • পূজা বেদী (মাতা)
আত্মীয়কবির বেদী (মাতামহ)
প্রতিমা বেদী (মাতামহী)

আলায়া ফার্নিচারওয়ালা (জন্ম: ২৮ নভেম্বর ১৯৯৭), যিনি আলায়া এফ নামে পরিচিত, হিন্দি চলচ্চিত্রে কাজ করা একজন ভারতীয় অভিনেত্রী।[] তিনি ফারহান ইব্রাহিম ফার্নিচারওয়ালা ও অভিনেত্রী পূজা বেদীর মেয়ে। তার মাতামহ হলেন প্রবীণ অভিনেতা কবির বেদী এবং মাতামহী প্রয়াত নৃত্যশিল্পী প্রতিমা বেদী[] কৌতুক ধাঁচের চলচ্চিত্র জওয়ানি জানেমন-এ একটি মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে ২০২০ সালে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আলায়া ফার্নিচারওয়ালার জন্ম ১৯৯৭ সালের ২৮শে নভেম্বর। অভিনেত্রী পূজা বেদী এবং ব্যবসায়ী ফারহান ইব্রাহিম ফার্নিচারওয়ালার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার ছোট ভাই ওমর ফার্নিচারওয়ালা এবং জায়ান ফার্নিচারওয়ালা নামে এক সৎ-ভাই রয়েছে। তিনি অভিনেতা কবির বেদী এবং প্রাক্তন মডেল ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী প্রতিমা বেদীর নাতনী।[] তিনি মুম্বইয়ের জামনাভাই নরসী স্কুলে পড়াশোনা করেছেন। চলচ্চিত্রে অভিষেকের আগে তিনি নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে অভিনয়ে ডিপ্লোমা করেছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আলায়া হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেছিলেন নিতিন কক্করের কৌতুক ধাঁচের চলচ্চিত্র জওয়ানি জানেমন (২০২০)-এর মাধ্যমে, যেখানে তিনি একজন ২১ বছর বয়সী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এবং ৪০ বছর বয়সী এমন ব্যক্তিকে বাবা হিসেবে দাবি করেন যিনি বিয়েতে ঘৃণা করেন (সাইফ আলী খান এ-চরিত্রে অভিনয় করেছেন)। ছবিটি পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছিল এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সমালোচনা পেয়েছিল এবং আলিয়া তার অভিষেক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন।[] ইতোমধ্যে আলায়া ফার্নিচারওয়ালা জওয়ানি জানেমন-এর প্রযোজক জয় শেওয়াক্রমণির সাথে তার প্রোডাকশন হাউজের ব্যানার নর্দান লাইটস ফিল্মের অধীনে তিনটি ছবির চুক্তি করেছেন।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
সূত্র
ছুরি এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্র
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
২০২০ জওয়ানি জানেমান টিয়া সিং হিন্দি বলিউডে অভিষেক[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Alaia Furniturewala | All you need to know about the 'Jawaani Jaaneman' star"Republic World। সংগ্রহের তারিখ ২০২০-০২-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Alaya F Opens Up On Her Parents, Pooja Bedi And Farhan Furniturewala's Divorce When She Was 5"BollywoodShaadis। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Saif Ali Khan begins shooting for Aalia Furniturewala's debut film Jawani Janeman"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "What Kabir Bedi Said About Granddaughter Alaya Working With 'Seasoned Actors' In Jawaani Jaaneman"NDTV.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-১০ 
  5. "NYFA Acting for Film Alum Alaia F Featured in Vogue India"New York Film Academy Blog (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১০ 
  6. "Pooja Bedi's daughter Alaya to make her debut with Jawani Janeman"India Today (ইংরেজি ভাষায়)। Ist। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "Saif Ali Khan says 'we are lucky to have found' Pooja Bedi's daughter Alaia Furniturewala for Jawani Jaaneman"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০