আলাপ:হিটম্যান ৩/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Safi Mahfouz (আলাপ · অবদান) ১৪:৪১, ১৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

মন্তব্য: প্রস্তাবিত নিবন্ধটি ভালো নিবন্ধের অন্যতম মানদণ্ড নিবন্ধের ব্যাপকতা অনুযায়ী উত্তীর্ণ হতে সক্ষম হয়নি। কেননা নিবন্ধটির একাধিক পরিচ্ছেদ সম্প্রসারণ করার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট পরিচ্ছেদ গ্রহণযোগ্য ও যাচাইযোগ্য সূত্র সহকারে সম্প্রসারণ ও তথ্য হালনাগাদ করা প্রয়োজন। অন্যথায় নিবন্ধটি ভালো নিবন্ধের পর্যালোচনায় অনুত্তীর্ণ ঘোষণা করা হবে।

আলোচনা[সম্পাদনা]

আমার মনে হয় না নিবন্ধটি ভালো নিবন্ধ হবার উপযুক্ত হয়েছে। নিবন্ধ যে তথ্য আছে তাতে যান্ত্রিকতা নেই, তবে দেখতে পাচ্ছি প্রচুর তথ্য এতে নেই। ভালো নিবন্ধ হবার জন্য নিবন্ধটির আরও উন্নতি দরকার। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৫, ১৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: হালনাগাদও করা প্রয়োজন। কারণ যখন নিবন্ধ তৈরি করা হয়েছে তখনও হয়ত গেমটি প্রকাশিত হয়নি।• — সাফি মাহফুজ 《ডাকঘর》 ১৪:৫৪, ১৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫৫, ১৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]