আলাপ:মাহমুদুল হাসান/সংগ্রহশালা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Owais Al Qarni কর্তৃক ৩ বছর পূর্বে "অক্টোবর ২০২০" অনুচ্ছেদে

কী হল?[সম্পাদনা]

@Owais Al Qarni: ভাই! দয়া করে বিষয়টি বুঝিয়ে দিন। মাহমুদুল হাসান (ইসলামী পন্ডিত) ও মাহমুদুল হাসান নিবন্ধ দুটি এক হল কিভাবে??? ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১৫:৪২, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পুনর্নির্দেশিত হয়েছে আর কি! - ওয়াইস আলাপ ১৭:৩৩, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ[সম্পাদনা]

@Yahya: ভাই, নিবন্ধটি পরিষ্কারের অনুরোধ করছি। - ওয়াইস আলাপ ১৭:৩৪, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: একটি বানান সংশোধন ছাড়া আর কিছু পরিবর্তনের প্রয়োজন মনে হলো না। ২৪ দিনে কুরআন মুখস্ত করার ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ থেকে গেল। এটি কি অন্য কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র দিয়ে প্রমাণ করা সম্ভব? এই প্রস্তাবনাটি আর এই নিবন্ধ কি একই ব্যক্তির?—ইয়াহিয়াআলাপ১৮:০০, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আবুবকর আলী আশরাফ:আপনার উত্তর এখানে - ওয়াইস আলাপ ১৩:০৯, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অক্টোবর ২০২০[সম্পাদনা]

@আফতাবুজ্জামান এবং Yahya: কাউকে আমি পরিষ্কার করতে অনুরোধ করলে, পরিষ্কারের সময় কেউ (:) চিহ্নকে (ঃ) করে দেয়, আর কেউ (ঃ) টাকে (:) এরকম করে দেয়। আসলে কোনটা ব্যবহার করব? (:) নাকি (ঃ) ? - ওয়াইস আলাপ ১৭:২৭, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: একটা কোলন, আরেকটা বিসর্গ। বাংলা ভাষায় কোলনের ব্যবহার নেই।—ইয়াহিয়াআলাপ১৮:৩০, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপনি সবার উপরে দেখেন, যেখানে বিসর্গ ছিল সেখানে আফতাবুজ্জামান কোলন করে দিয়েছে। খুব সম্ভবত বিসর্গটা আপনি দিয়েছেন। - ওয়াইস আলাপ ১৮:৩৬, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni: বিসর্গ (ঃ) একটি বর্ণ, কোলন (:) একটি যতিচিহ্নউইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম অনুসারে সাধারণত শব্দের শেষে বিসর্গ (ঃ) বসবে না (কিছু ব্যতিক্রম প্রচলিত আছে), আবার শব্দের মাঝে কোলন (:) বসবে না। উদাহরণস্বরূপ, দুঃখ লিখতে কোলন ব্যবহার করা যাবে না, আবার "কোনও একটি শব্দ:" লিখতে শেষে যতিচিহ্ন হিসেবে বিসর্গ ব্যবহার করা যাবে না। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৩, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান এবং Yahya: এটাই সঠিক মনে হয়। - ওয়াইস আলাপ ২০:১৯, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন