আলাপ:মরিৎজ ব্যালথেসার বোর্খাউসেন
আলোচনা যোগ করুনমন্তব্য
[সম্পাদনা]- মন্তব্য: আমি কিছুটা সম্প্রসারণ করেছি। যদিও নিবন্ধটি অতি সংক্ষিপ্ত, তবুও বিবেচনা করে সম্ভবত অপসারণ না করে রাখা যায়।-ShahadatHossain (আলাপ) ১১:০৬, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
ধন্যবাদ এবং তথ্যসূত্র বিষয়ে।
[সম্পাদনা]আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এই নিবন্ধটি আপেল নিবন্ধের জন্য তৈরি করতে হয়েছে। নিবন্ধটি এমনতেই ছোট, যেটি আজ শুরু করলাম। নিবন্ধটি বর্তমানে ইংরেজি থেকে প্রায় হুবহু অনুবাদ করছি। এজন্য আমি বিভিন্ন ভাষার লিংকটি উল্লেখ করেছি। আর আমি চেয়েছিলাম যে, নিবন্ধটির অনুবাদ শেষে তথ্যসূত্র যোগ করবো। যদিও এটি আগেই সম্ভব, কিন্তু ইংরেজি উইকিপিডিয়াতে আমার আইপি ব্লক থাকার কারণে সেটি সম্ভব হচ্ছে না। তাই সম্পূর্ণ তথ্যসূত্রের জন্য আমার কিছুটা সময় প্রয়োজন। আশা করি, আমি উক্ত সময় পাবো। ইনশাআল্লাহ; খুব শীঘ্রই ইংরেজি থেকে তথ্যসূত্র দিতে পারবো। তাই আশা করি, নিবন্ধটি অপসারণ না করে সম্পাদনার সুযোগ দিয়ে বাংলা উইকিপিডিয়ার ভাণ্ডার সমৃদ্ধ করতে আমাকে সুযোগ প্রদান করবেন। কামাল আহমেদ পাশা (আলাপ) ১৫:৪২, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)কামাল আহমেদ পাশা
- @কামাল আহমেদ পাশা: আপনি কি একজন প্রশাসক? দ্রুত অপসারণের ট্যাগ শুধুমাত্র একজন প্রশাসকই অপসারণ করতে পারেন।-ShahadatHossain (আলাপ) ০৫:৩১, ২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
--- ভাই, বিষয়টি আমার জানা ছিল না। জানানোর জন্য ধন্যবাদ!
অপসারণের আপত্তি
[সম্পাদনা]এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... (এই নিবন্ধটি আপেল নিবন্ধের জন্য তৈরি করতে হয়েছে। নিবন্ধটি এমনতেই ছোট, যেটি গতকাল শুরু করেছি। নিবন্ধটি বর্তমানে ইংরেজি থেকে প্রায় হুবহু অনুবাদ করছি। এজন্য আমি বিভিন্ন ভাষার লিংকটি উল্লেখ করেছি। আর আমি চেয়েছিলাম যে, নিবন্ধটির অনুবাদ শেষে তথ্যসূত্র যোগ করবো। যদিও এটি আগেই সম্ভব, কিন্তু ইংরেজি উইকিপিডিয়াতে আমার আইপি ব্লক থাকার কারণে সেটি সম্ভব হচ্ছে না। তাই সম্পূর্ণ তথ্যসূত্রের জন্য আমার কিছুটা সময় প্রয়োজন। আশা করি, আমি উক্ত সময় পাবো। ইনশাআল্লাহ; খুব শীঘ্রই ইংরেজি থেকে তথ্যসূত্র দিতে পারবো। তাই আশা করি, নিবন্ধটি অপসারণ না করে সম্পাদনার সুযোগ দিয়ে বাংলা উইকিপিডিয়ার ভাণ্ডার সমৃদ্ধ করতে আমাকে সুযোগ প্রদান করবেন।) --কামাল আহমেদ পাশা (আলাপ) ০৯:৩৬, ২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)কামাল আহমেদ পাশা