আলাপ:নূহ-উল-আলম লেনিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলোচনা[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাই, নিবন্ধটি একটু দেখুন তো। ~ নাহিয়ান আলাপ ০৬:০০, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা একাডেমি ফেলোশিপকে উল্লেখযোগ্য বিবেচনা করা হয়। উত্তীর্ণ হয়। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৬, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণের আপত্তি[সম্পাদনা]

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... (এখানে আপনার কারণ লিখুন) --স্মরণ শেখ (আলাপ) ১৩:৪৯, ২১ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ ও গবেষকদের মধ্যে একজন নূহ উল আলম লেনিন। বাংলাদেশের প্রন্ততাত্ত্বিক যতগুলো হয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রকল্পের উদ্যোগও তিনি নিয়েছেন। বঙ্গবন্ধুর আমল থেকে উনি রাজনীতি করছেন এবং ২ নং সেক্টরে উনি ছিলেন কমিউনিস্ট গেরিলা বাহিনীর প্রধান। আমার এ বিষয়ে বেশি বলার চাইতে আমি আবেদন করব যে, আপনারাই বরং মিডিয়া যাচাই করুন যে এটি অপসারণযোগ্য কিনা। আমি বার বার এই পাতা সম্পাদনা করছি কারণ ছবি যুক্ত করা যাচ্ছে না। এই পাতা অপসারণ করা হলে এটা জাতির জন্য খুবই দুঃখজনক হবে। দুঃখজনকভাবে আরেকটি বিষয় উল্লেখ করি, তা হলো উইকিপিডিয়া ব্যক্তির গুরুত্ব যাচাই না করে পুরস্কার যাচাই করে। একুশে পদক পাওয়া অনেক দূর্বল ব্যক্তিত্বের নিবন্ধ উইকিতে যুক্ত হয়েছে কেবলই পদকের জের ধরে। আমি বিশেষভাবে দাবি জানাই, এই পাতা বিষয়ে উইকির উচ্চতর কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করার কোন উপায় বাতলে দিলে কৃতজ্ঞ থাকবো। এতে সামনে উইকিতে আমার কাজ করাও সহজ হবে।

- ইরফান শেখ গবেষক, মুক্তিযুদ্ধ জাদুঘর