আলাপ:গ্যালিলীয় উপগ্রহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Jonoikobangali: আমি এই নিবন্ধের নাম গ্যালিলীয় উপগ্রহ করার অনুরোধ ও প্রস্তাব করছি। অনুগ্রহ লক্ষ্য করুন, ইংরেজিতে শব্দের শেষে প্রত্যয় -ইয়ান হলেও বাংলায় তা -ঈয় হবে। একই সাথে আমি অন্য উইকিগুলির নিবন্ধের নামকরণ পর্যবেক্ষণ করার অনুরোধ জানাই, খেয়াল করলে দেখা যাবে সকল উইকি তাদের ভাষা অনুসারে প্রত্যয় দিয়েছে। ইত্যাদি বিবেচনায় সঠিক বাংলা নামকরণের স্বার্থে নামান্তরের অনুরোধ জানাই। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৭, ২০ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নামটি বাংলাতেই হওয়া উচিত। তবে সন্ধির নিয়মানুসারে ও + অন্য স্বরবর্ণ = অব্‌ হয়; গ্যালিলিও + ঈয় সন্ধিটির বিষয়ে তাই একটু সমস্যায় পড়েছিলাম। অনুগ্রহ করে সঠিক বাংলা বানানে নামটি পরিবর্তিত করে দিন। --অর্ণব দত্ত (আলাপ) ১১:৩৬, ২১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
করা হয়েছে। "গ্যালিলিও + ঈয় = গ্যালিলিওীয়" হবার কথা থাকলেও সাধারণত "গ্যালিলীয়" লেখা হয়। উদা: wikisource:bn:পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় সংস্করণ) দ্বিতীয় ভাগ.djvu/১০৭৫ (গ্যালিলীয় দূরবীক্ষণ = Galilean telescope)। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১২, ২৯ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]