আলাপ:অ্যামেচার রেডিও

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ৮ মাস আগে "অ্যামেচার রেডিও কী?" অনুচ্ছেদে

অ্যামেচার রেডিও কী?[সম্পাদনা]

অনেকেই জানেন না অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও কী। অথচ বাংলাদেশে প্রচুর অ্যামেচার রেডিও অপারেটর আছেন। তাদের সম্পর্কে বেশিরভাগ লোকেরই ধারণা নেই। আসাদ লিমন (আলাপ) ০৯:৪০, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আসাদ লিমন, আপনার অবদানের জন্য অনেক ধন্যবাদ। আপনি অনুগ্রহ করে শৌখিন বেতার যোগাযোগ নিবন্ধটির উন্নয়ন সাধন করুন। সংযোজিত বিষয়বস্তু অবশ্যই বিশ্বকোষীয় ও নিরপেক্ষ ভাষায় লিখতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে গৃহীত যাচাইযোগ্য তথ্যসূত্র দিয়ে সমর্থিত হতে হবে। ধন্যবাদ।--অর্ণব (আলাপ | অবদান) ০৯:৫৮, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বিশ্বকোষীয় এবং নিরপেক্ষ শব্দ দুইটির অর্থ জানতে চাই। নির্ভরযোগ্য উৎস বলতে কী বোঝায়? গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, নিবন্ধ কি উৎস হতে পারে? কিংবা ইরেজিতে লিখিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন? তথ্যসূত্র কীভাবে যোগ করে? ছবি ও অন্যান্য গ্রাফ, মানচিত্র কীভাবে যোগ করে? এসব প্রশ্নের উত্তর পেলে আমি অ্যামেচার রেডিও নিয়ে নিবন্ধটি আরও সমৃদ্ধ করতে পারব। ধন্যবাদ আপনাকে। আসাদ লিমন (আলাপ) ১০:০৫, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
গল্পের মতো করে না লিখে, ব্যক্তিগত মতামতনির্ভর বিষয়বস্তু যোগ না করে, রচনাস্বত্ব লংঘন না করে (অর্থাৎ অনুলিপি-সাঁটা বা কপিপেস্ট না করে) নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও বাস্তব তথ্য ও বিশেষজ্ঞ-মতামত নির্ভর রচনা লিখতে হবে। সংযোজিত রচনার বিভিন্ন তথ্য ও মতামতের সত্যতা যাচাই করার জন্য তথ্যসূত্র যোগ করতে হবে (উইকিপিডিয়া:কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন? দেখুন)। আরও পড়ুন উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎসউইকিপিডিয়া:টিউটোরিয়াল। বাংলা উইকিপিডিয়াতে আপনার ভবিষ্যৎ সম্পাদনা ও অবদানের জন্য আগাম শুভেচ্ছা রইল।--অর্ণব (আলাপ | অবদান) ১০:১৮, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন