আলাপ:অমৃতেশ্বর মন্দির, অমৃতপুর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Salil Kumar Mukherjee কর্তৃক ৭ মাস আগে "বাংলায় মন্দির সম্পর্কিত শব্দটি প্যানেল না পালান?" অনুচ্ছেদে

বাংলায় মন্দির সম্পর্কিত শব্দটি প্যানেল না পালান?[সম্পাদনা]

@BadhonCR: আমি লিখেছিলাম, ...দেবতাদের সাধারণত দেখা যায় সেই ধরনের প্যানেল এখানে অনুপস্থিত। আপনি পরিবর্তন করে লিখেছেন, ...দেবতাদের সাধারণত দেখা যায় সেখানে সেই ধরনের পালান অনুপস্থিত। মন্দিরের ক্ষেত্রে প্যানেল শব্দটিই ব্যবহার হতে দেখেছি। পালান শব্দটি আমার কোথাও চোখে পড়ে নি। বাংলায় মন্দির সম্পর্কিত লেখায় পালান শব্দটি কোথায় পেয়েছেন একটু বলবেন? Salil Kumar Mukherjee (আলাপ) ০৩:২১, ১৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Salil Kumar Mukherjee, যেহেতু প্যানেল ইংরেজি শব্দ তাই এর পরিবর্তে পাটাতন শব্দ ব্যবহার করা যেতে পারে। বর্তমানে পালান শব্দের ততটা ব্যবহার দেখা যায় না। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১২:৩৭, ১৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মন্দিরগাত্রে প্যানেল শব্দই ব্যবহার হয়। পালান বা পাটাতন শব্দ কোথাও ব্যবহার হয় না। নিবন্ধে প্রচলিত শব্দই ব্যবহার করা উচিত। বাংলায় মন্দির সম্পর্কিত প্যানেল শব্দটি একটি বহুল ব্যবহৃত শব্দ। Salil Kumar Mukherjee (আলাপ) ১৪:৪১, ১৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন