বিষয়বস্তুতে চলুন

আলাপ:অক্ষৌহিণী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ১ বছর পূর্বে "শব্দসীমার শর্ত" অনুচ্ছেদে

শব্দসীমার শর্ত

[সম্পাদনা]

@বাঁধন @Nettime Sujata এই নিবন্ধে শব্দ সংখ্যার তুলনায় তথ্যমূলক অন্তর্ভুক্তি বেশি। আর অক্ষৌহিণী একটি বহুল ব্যবহৃত শব্দ মহাকাব্যটিতে। কেবলই কয়েকটি অনুচ্ছেদ অনুবাদ করতে যতটা পরিশ্রম, এরকম তথ্যমূলক নিবন্ধে তার চাইতে বেশিই লাগে। আমি আমার জন্য বলছি না। আমি জানিই আমার জমাকৃত নিবন্ধের সংখ্যা অনেক একটি দুটিতে নম্বর না পেলে খুব একটা ফলাফলে হেরফের হবে না। কিন্তু আমার মতে জুরিগণের মনে এটা স্থান দেয়া উচিৎ একটি নিবন্ধের গুরুত্ব বা সম্পাদনে কেমন সময় লেগেছে, কতটা জটিলতা আছে ইত্যাদি। তাহলেই অনুবাদক বা সম্পাদকগণ উৎসাহিত বোধ করবেন। ধন্যবাদ। Integrity2020 (আলাপ) ০৪:৪০, ৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

এটা আপনি ঠিকই বলেছেন কিন্তু আপাতত সেভাবে শব্দসংখ্যা গোনা যায়না। এটা আমাদের প্রতিবন্ধকতা বলতে পারেন Nettime Sujata (আলাপ) ০৮:২৪, ৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন