বিষয়বস্তুতে চলুন

আলফ্রেদো সিবেচি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলফ্রেদো সিবেচি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হুয়ান আলফ্রেদো সিবেচি রসসি
জন্ম (১৮৯৪-১০-৩০)৩০ অক্টোবর ১৮৯৪
জন্ম স্থান মোন্তেভিদেও, উরুগুয়ে
মৃত্যু ১৯ জুন ১৯৫৮(1958-06-19) (বয়স ৬৩)
মৃত্যুর স্থান উরুগুয়ে
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়

হুয়ান আলফ্রেদো সিবেচি রসসি (স্পেনীয়: Alfredo Zibechi, স্পেনীয় উচ্চারণ: [alfɾˈeðo θiβˈet͡ʃi]; ৩০ অক্টোবর ১৮৯৪ – ১৯ জুন ১৯৫৮; আলফ্রেদো সিবেচি নামে সুপরিচিত) একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় মোন্তেভিদেও ওয়ান্ডারার্স এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

সিবেচি ১৯১৫ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; উরুগুয়ের জার্সি গায়ে ১৯২৪ সাল পর্যন্ত তিনি সর্বমোট ৪০ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি উরুগুয়ের হয়ে সর্বমোট ছয়টি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬, ১৯১৯, ১৯২০, ১৯২১, ১৯২২ এবং ১৯২৪) অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ১৯১৬, ১৯২০ এবং ১৯২৪ সালে তিনি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

সিবেচি কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে উরুগুয়ের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

হুয়ান আলফ্রেদো সিবেচি রসসি ১৮৯৪ সালের ৩০শে অক্টোবর তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৫৮ সালের ১৯শে জুন তারিখে, উরুগুয়েতে ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
দল সাল ম্যাচ গোল
উরুগুয়ে ১৯১৫
১৯১৬
১৯১৮
১৯১৯
১৯২০
১৯২১
১৯২২
১৯২৩
১৯২৪
সর্বমোট ৪০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  2. "Uruguay - Squad" [উরুগুয়ে - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]