আলফ্রেদো বালমেয়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলফ্রেদো বালমেয়ি
ব্যক্তিগত তথ্য
জন্ম স্থান উরুগুয়ে
মৃত্যুর স্থান উরুগুয়ে
মাঠে অবস্থান গোলরক্ষক

আলফ্রেদো বালমেয়ি (স্পেনীয়: Alfredo Balmelli, স্পেনীয় উচ্চারণ: [alfɾˈeðo balmˈeʎi]; একজন উরুগুয়েয়ীয় সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় সেন্ত্রাল এস্পানিওল এবং উরুগুয়ে ফুটবল দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেছেন।

বালমেয়ি ১৯১৭ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি উরুগুয়ের হয়ে সর্বমোট একটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৭) অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

বালমেয়ি কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) দ্বিতীয় আসর ১৯১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে উরুগুয়ের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।[১][২]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

দল সাল ম্যাচ গোল
উরুগুয়ে ১৯১৭
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South American Championship 1917" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৭]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২২ 
  2. "Uruguay - Squad" [উরুগুয়ে - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২১ জানুয়ারি ২০২৩। ২১ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]