আলফা ব্লন্ডি
আলফা ব্লন্ডি | |
---|---|
জন্ম | সাইডু কোনে ১ জানুয়ারি ১৯৫৩ |
জাতীয়তা | আইভোরি কোস্ট আফ্রিকান |
পেশা | সঙ্গীত শিল্পী গীতিকার |
কর্মজীবন | ১৯৮১–বর্তমান |
পরিচিতির কারণ | দ্যা ওয়েইলারস দ্যা সোলার সিস্টেম |
ওয়েবসাইট | AlphaBlondy.info alphablondyjahgloryfoundation.org |
আলফা ব্লন্ডি (জন্ম: ০১ জানুয়ারি, ১৯৫৩) আফ্রিকার একজন জনপ্রিয় রেগা সঙ্গীত শিল্পী।[১] তিনি তার গানগুলোতে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি তুলে ধরেন। তিনি মূলত তার মাতৃভাষা দিউলা, ফরাসি ও ইংরেজি ভাষায় গান করে থাকেন। এছাড়াও তিনি তার গানের মধ্যে অন্যান্য ভাষা যেমন আরবি বা হিব্রু ভাষা ব্যবহার করে থাকেন।
জীবনী
[সম্পাদনা]আলফা আফ্রিকা মহাদেশের আইভোরি কোস্টের ডিমবকরো নামক স্থানে ১৯৫৩ সালের ০১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন মুসলিম। আর মা ছিলেন একজন খ্রিস্টান। তিনি খ্রিস্টান-মুসলিম পিতা-মাতার ঘরে জন্ম নিলেও তিনি সকল ধর্মকেই সম্মান করেন এবং সৃষ্টিকর্তা যে একজন তাও বিশ্বাস করেন।
সঙ্গীত জীবন
[সম্পাদনা]আলফা তার সঙ্গীত জীবন শুরু করেন একটি টিভি শো এর মাধ্যমে ১৯৮২ সালে। তিনি মূলত বর্তমান পৃথিবীর সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি নিয়ে গান করে থাকেন। বিশেষ করে বর্তমান আফ্রিকা মহাদেশের পরিস্থিতি নিয়ে তিনি গান করে থাকেন। এছাড়াও তিনি বিধর্মীদের হাতে যতগুলো যুদ্ধবিদ্ধস্ত মুসলিম দেশ রয়েছে। সেগুলোতে শান্তি ফিরিয়ে আনতে সঙ্গীতের মাধ্যমে সকলের কাছে তুলে ধরেন।
এ্যালবাসমূহ
[সম্পাদনা]- জাহ গ্লোরি (১৯৮২),
- কোকোডি রক (১৯৮৪)
- অ্যাপারথিড ইজ নাজিসম (১৯৮৫),
- জেরুজালেম (১৯৮৬),
- রিভ্যুলিউশন (১৯৮৭),
- দ্যা প্রপেটস (১৯৮৯),
- এস.ও.এস গেরি ট্রিবল (১৯৯১),
- মাসাডা (১৯৯২),
- দিউ (১৯৯৪),
- গ্র্যান্ড বাচ্চাম জিওন রক (১৯৯৬),
- ইয়তখাক রাবিন (১৯৯৮),
- ইলোহিম (২০০০),
- মারচি (২০০২),
- জাহ ভিক্টোরি (২০০৭),
- ভিশন (২০১১),
- মাইজটিক পাওয়ার (২০১৩),
- পজিটিভ অ্যাংরি (২০১৫),
- হিউমেন রেস (২০১৮)।
জনপ্রিয় গান
[সম্পাদনা]তার প্রথম সফলতম গান হচ্ছে "ব্রিগেডিয়ার সাবারি"। এরপর একেএকে তার অন্যান্য গানগুলোও দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠে। সেগুলো হলো:
- সেবে আল্লাহ ইয়ে,
- জাহ গ্লোরি, (দারিদ্র্যতা নিয়ে গান)
- অ্যাপারথিড ইজ নাজিসম,
- ব্রিগেডিয়ার সাবারি, (পুলিশের নিষ্ঠুরতা সম্পর্কিত গান)
- কোকোডি রক,
- গেরি সিভিলি, (সিভিল যুদ্ধ সম্পর্কে)
- জেরুজালেম, (হিব্রু ভাষায় জেরুজালেম এর শান্তির কথা নিয়ে গান)
- জার্নালিস্টিস এন ডেঞ্জার, (নরবার্ট জোঙ্গোর হত্যাকাণ্ড সম্পর্কে)
- পলিটিকিউই, (বেসরকারি ও সামরিক সরকারের বিকল্প সরকার প্রসঙ্গে)
- ইয়তখাক রাবিন, (১৯৯৫ সালে লিখিত, ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যার পর এবং তাকে উৎসর্গ করে)
- সুইট ফান্তা দিয়াল্ল,
- তেরে,
- ব্লেসার,
- র্যাস্তা পুঁই,
- ইথিওপিয়া দে এলি বয় হেগ,
- মাসাদা,
- কাম ব্যাক জিউস,
- পিস ইন লাইবেরিয়া, (এই গানে সকল যুদ্ধবিদ্ধস্ত মুসলিম দেশের শান্তি কামনায়)
- মাল্টিপার্টিজম,
- রেন্ডিজ-বউজ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Alpha Blondy:"। English Wikipedia। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |