আলতাব আলী
আলতাব আলী | |
---|---|
জন্ম | ১৯৫৩ |
মৃত্যু | ৫ এপ্রিল ১৯৭৮ হোয়াইটচ্যাপেল, টাওয়ার হ্যামলেট্স, লন্ডন, ইংল্যান্ড | (২৫ বছর)
সমাধি | টাওয়ার হ্যামলেট্স, লন্ডন, ইংল্যান্ড |
জাতীয়তা | বাংলাদেশী |
আলতাব আলী (১৯৫৩– ৪ মে ১৯৭৮) একজন বাংলাদেশী নাগরিক ছিলেন, যিনি ১৯৭৮ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে বর্ণবিদ্বেষীদের হামলায় নিহত হয়েছিলন। আলতাব আলীর বাড়ি বাংলাদেশের সিলেট জেলায় ছিল। পেশায় তিনি একজন বস্ত্র শ্রমিক ছিলেন।
হত্যা
[সম্পাদনা]১৯৭৮ সালের ৪ঠা মে বৃহস্পতি বার, সন্ধ্যা অণুমানিক ৭.৪০ মিনিট কাজ শেষে রাতে বাসস্থানে ফেরার পথে পূর্ব লন্ডনের এডলার স্ট্রিটে বর্ণবাদীদের হাতে খুন হন।[১] তার মৃত্যুর পর লন্ডনের বাঙালি সম্প্রদায় বর্ণবাদবিরোধী প্রতিবাদে নামেন। এসময় বাঙ্গালিদের সাথে লন্ডনে বসবাসকারী আফ্রিকান এবং এশীয়রা প্রতিবাদে যোগ দেন। ফলে অল্পদিনের মধ্যেই আন্দোলন মারাত্মক আকার ধারণ করে। প্রশাসনের তরফে আলতাব আলীর তিন হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়। বিচারের পরে আদালত ১৯৭৯ সালের জানুয়ারি মাসে এদের একজনকে ছুরিকাঘাতের জন্যে সাত বছরের জেল এবং বাকি দুইজনকে সাহায্য করার জন্যে তিন বছর করে জেল দেয়। পরে ১৯৯৮ সালে আলতাব আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেন্ট মেরী পার্ক যেখানে আলতাব আলীকে খুন করা হয়েছিল তাকে আনুষ্ঠানিকভাবে আলতাব আলী পার্ক হিসেবে নামান্তর করা হয়। এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের তৎকালীন স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী।
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ১৯৫৩-এ জন্ম
- ১৯৭৮-এ মৃত্যু
- এশীয়-বিরোধী মনোভাব
- বাংলাদেশী মুসলিম
- ব্রিটিশ বাংলাদেশী
- ইংরেজ হত্যার শিকার
- লন্ডনে খুন হওয়া ব্যক্তি
- সিলেট জেলার ব্যক্তি
- হোয়াইটচ্যাপেলের ব্যক্তি
- ইংল্যান্ডে ছুরিকাঘাতে মৃত্যু
- ইংল্যান্ডে বর্ণবাদে উদ্বুদ্ধ সহিংসতা
- ইংল্যান্ডে বাংলাদেশী অভিবাসী
- ২০শ শতাব্দীর বাঙালি
- বিদেশে খুন হওয়া বাংলাদেশী ব্যক্তি