আর. পি. উলাগানাম্বি
অবয়ব
আর. পি. উলাগানাম্বি | |
---|---|
লোকসভা সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৭১ – ১৯৭৭ | |
পূর্বসূরী | কুচেলার |
উত্তরসূরী | ভি. ধান্দায়ুথাপানি |
নির্বাচনী এলাকা | ভেলোর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১০ জুন ১৯৩৮ |
মৃত্যু | ৭ জানুয়ারি ২০২০ | (বয়স ৮১)
আর. পি. উলাগানাম্বি (১০ জুন ১৯৩৮ – ৫ জানুয়ারি ২০২০) ভারতের তামিলনাড়ুর একজন আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি একবার লোকসভা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
জীবনী
[সম্পাদনা]আর. পি. উলাগানাম্বি ১৯৩৮ সালের ১০ জুন রানিপেতে জন্মগ্রহণ করেন।[১] তিনি ডন বস্কো মাধ্যমিক বিদ্যালয়, পাচাইয়াপ্পা'স কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও মাদ্রাজ আইন কলেজে পড়াশোনা করেছিলেন। তিনি ১৯৭১ সালে ভেলোর থেকে দ্রাবিড় মুনেত্র কড়গমের প্রার্থী হিসেবে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২] পরবর্তীতে, দলের হাই কমান্ডের সাথে মতদ্বৈততার জেরে তিনি দলত্যাগ করেছিলেন ও ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন।
আর. পি. উলাগানাম্বি ২০২০ সালের ৭ জানুয়ারি ৮১ বছর বয়সে প্রয়াত হন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ULAGANAMBI, SHRI R. P."। Lok Sabha। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।
- ↑ "Fifth Lok Sabha"। Lok Sabha। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।
- ↑ "Former Vellore MP Ulaganambi dead"। The Hindu। ৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।