আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ
অবয়ব
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া | |
---|---|
![]() | |
অবস্থান | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | পুলিশ |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৬[১] |
শিক্ষার্থী সংখ্যা | ৩,৬০০ |
ক্যাম্পাস | শহুরে |
ওয়েবসাইট | apbnpscbogra |
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বাংলাদেশের বগুড়া শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। সরাসরি আর্মড পুলিশ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত হয় এই উচ্চ-মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়টি।
অবস্থান
[সম্পাদনা]
এই কলেজটি রাজশাহী বিভাগের বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে প্রায় ০২ কিলোমিটার উত্তরে ভাষা সৈনিক গাজীউল হক সড়ক সংলগ্ন নিশিন্দারা আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের উত্তর পার্শ্বে প্রতিষ্ঠানটি অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৪ সালের ৫ ডিসেম্বর এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ১৯৮৬ এর উদ্বোধন করা হয়।[২] প্রতিষ্ঠার পর নিম্ন মাধ্যমিক পর্যায়ে ১৯৮৭ সালে, মাধ্যমিক পর্যায়ে ১৯৮৮ সালে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯৯৮ সালে স্বীকৃতি লাভ করে এবং স্কুল শাখা ১৯৯০ সালে ও কলেজ শাখা ২০০২ সালে এমপিও ভুক্ত হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাকলিক স্কুল ও কলেজ, বগুড়া"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Overview"। A.P.Bn Public School & College, Nishindara, Bogra.। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৫।