বিষয়বস্তুতে চলুন

আরব্য কোবরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আরাবিয়ান কোবরা থেকে পুনর্নির্দেশিত)

আরবীয় কোবরা বা আরব্য কোবরা (নাজা আরাবিকা) এলাপিডে পরিবারের এক প্রজাতির বিষধর সাপ। প্রজাতিটি আরব উপদ্বীপের পাওয়া যায়। উপদ্বীপের মধ্যে কোবরা একটি উদ্বেগজনক কারণ এই অঞ্চলে মৃত্যুর হারের প্রধান কারণ হিসেবে এই কোবরা রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

ভৌগোলিক পরিসীমা

[সম্পাদনা]

ওমান, দক্ষিণ ও পশ্চিম সৌদি আরব এবং ইয়েমেনে আরবীয় কোবরা পাওয়া যায়।

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

এর বৈজ্ঞানিক নাম Arabica শব্দটি থেকে এসেছে লাতিন হতে, যার অর্থ হল আরব

শ্রেণীকরণ

[সম্পাদনা]

এই প্রজাতি, নাজা আরাবিকা দীর্ঘকাল ধরে মিশরীয় কোবরা (নাজা হজে) এর একটি উপ -প্রজাতি হিসাবে বিবেচিত ছিল, তবে শরীরের শৈলী ও জিনগত পার্থক্য একটি পৃথক প্রজাতি হিসাবে এর স্বীকৃতি দেয়।[] এন আরবিকা একটি অধরা প্রজাতি এবং বন্যে খুব কমই দেখা যায়।

নাজা
(নাজা|নাজা)

নাজা (নাজা) নাজা খৈয়া গোখরা

নাজা (নাজা) কৌথিয়া মনোকলড কোবরা

নাজা (নাজা) আট্রা চীনা কোবরা

নাজা (নাজা) মান্ডালায়েনসিস মান্ডালায় স্পিটিং কোবরা

নাজা (নাজা) সিয়ামেনসিস ইন্দোচীনা স্পিটিং কোবরা

নাজা (নাজা) স্পুটাট্রিক্স জাভান স্পিটিং কোবরা

(আফ্রোনাজা)

নাজা (আফ্রোনাজা) পালিডা রেড স্পিটিং কোবরা

নাজা (আফ্রোনাজা) নুবিয়ে নুবিয়ান স্পিটিং কোবরা

নাজা (আফ্রোনাজা) কেটিয়েনসিস মালি কোবরা

নাজা (আফ্রোনাজা) নিগ্রিকোলিস ব্ল্যাক নেকড স্পিটিং কোবরা

নাজা (আফ্রোনাজা) অ্যাসেই জায়েন্ট স্পিটিং কোবরা / অ্যাসেস স্পিটিং কোবরা

নাজা (আফ্রোনাজা) মোজাম্বিকা মোজাম্বিকিউ স্পিটিং কোবরা

নাজা (আফ্রোনাজা) নাইগ্রিসিন্কটা জেব্রা স্পিটিং কোবরা

(বৌলেনগেরিনা)

নাজা (বৌলেনগেরিনা) মাল্টিফেসিএটা বরোইং কোবরা

নাজা (বৌলেনগেরিনা) ক্রিষ্টিই কঙ্গো ওয়াটার কোবরা

নাজা (বৌলেনগেরিনা) এনুলেটা ব্যান্ডেড ওয়াটার কোবরা

নাজা (বৌলেনগেরিনা) মেলানোলিউকা

(ইউরাইউস)

নাজা (ইউরাইউস) নিভিয়া কেপ কোবরা

নাজা (ইউরাইউস) সেনেগালেনসিস সেনেগালেস কোবরা

নাজা (ইউরাইউস) হাজে ইজিপ্টিয়ান কোবরা

নাজা (ইউরাইউস) এরাবিকা আরাবিয়ান কোবরা

নাজা (ইউরাইউস) এনুলিফেরা স্নাউটেড কোবরা

নাজা (ইউরাইউস) অ্যানচিয়েটে অ্যানচিয়েটাস কোবরা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Trape, Jean-François; Chirio, Laurent (২০০৯)। "Phylogeography and systematic revision of the Egyptian cobra (Serpentes: Elapidae: Naja haje) species complex, with the description of a new species from West Africa" (পিডিএফ): 1–25। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১২ 

আরও পড়ুন

[সম্পাদনা]
  • স্কোরটেকি জি (১৯৩২)। " রেতিলি দেলো ইয়েমেন "। মিলানো ৭১ : ৩৯-৪৯ এট্টি দেলা সোসিটিà ইটালিয়ানা ডি সায়েন্সিজ ন্যাচারালি ই দেল মিউজো সিভিকো ডি স্টোরিয়া ন্যাচুরলে। ( নাজা হাজে আরবিকা, নতুন উপ-প্রজাতি, পিপি) ৪৭–৪৯)। (ইতালিয় ভাষায়)