আরহোপালা পেরিমুটা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইয়েলোডিস্ক টেইলেস ওকব্লু
Yellowdisc Tailless Oakblue
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Lycaenidae
গণ: Arhopala
প্রজাতি: A. perimuta
দ্বিপদী নাম
Arhopala perimuta
প্রতিশব্দ
  • Amblypodia perimuta Moore, [1858]
  • Arhopala regina Corbet, 1941
  • Arhopala linta Corbet, 1941
  • Amblypodia regia Evans, [1925]

ইয়েলোডিস্ক টেইলেস ওকব্লু(বৈজ্ঞানিক নাম: Arhopala perimuta (Moore)) 'লাইসিনিডি' গোত্রের এবং 'থেকেলিনি' উপগোত্রের অন্তর্ভুক্ত মাঝারি আকার বিশিষ্ট প্রজাতি।[১]

আকার[সম্পাদনা]

ইয়েলোডিস্ক টেইলেস ওকব্লু এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৩০-৩৭ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]

উপপ্রজাতি[সম্পাদনা]

ইয়েলোডিস্ক টেইলেস ওকব্লু এর প্রজাতিগুলো হলো:

  • Arhopala perimuta perimuta Moore, 1858
  • Arhopala perimuta regina Corbet, 1941

ভারতে প্রাপ্ত ইয়েলোডিস্ক টেইলেস ওকব্লু এর উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত ইয়েলোডিস্ক টেইলেস ওকব্লু এর উপপ্রজাতি হল-[৩]

  • Arhopala perimuta perimuta (Moore, [1858]) – Sylhet Yellowdisc Tailless Oakblue

বিস্তার[সম্পাদনা]

দক্ষিণ -পূর্ব এশিয়া (সিকিম থেকে আসাম[৪], বার্মা, থাইল্যান্ড) এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[২]

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

এই প্রজাতি পাউডার্ড ওকব্লু এর সাথে ভীষন সাদৃশ্যযুক্ত।

পুরুষ[সম্পাদনা]

ডানার উপরিতল কালচে চকচকে বেগুনি (dark shining purple) বর্নের। সামনের ডানায় ১মিলিমিটার এবং পিছনের ডানায় ২মিলিমিটার চওড়া কালো বর্ডার দেখা যায়। সামনের ডানা শীর্ষভাগে তীক্ষ্ণ (pointed)।

ডানার নিম্নতল ফ্যাকাশে বাদামী। উভয় ডানার দাগ, ছোপ এবং বন্ধনী ইষদ হলুদ রেখা দ্বারা পরিবেস্টহিত। সামনের ডানায় ডিসকাল বন্ধনী ৪নং শিরায় স্থানচ্যুত হয়েছে (dislocated)। সামনের ডানার অ্যাপেক্স অথবা শীর্ষভাগ ফ্যাকাশেবেগুনি আঁশে ছাওয়া। পিছনের ডানায় ডানার সীমানা (margin) এবং মধ্যভাগ চকচকে তামাটে হলুদ (tawny yellow) বর্নের। সেল এর মধ্যভাগের ছোপটি কেন্দ্রীয় কোস্টার ছোপের প্রায় লাগোয়া। ডানার ছপগুলি এবং বন্ধনীগুলির মধ্যভাগ বেগুনি আঁশে ছাওয়া।[৫]

স্ত্রী[সম্পাদনা]

ডানার উপরিতল মূলত কালচে বাদামী। সামনের ডানার মধ্যভাগে নীলচে বেগুনি বর্নের একটি বড় পটি (patch) বর্তমান। পিছনের ডানার সেলের অভ্যন্তর এবং চারপাশে উক্ত নীলচে বেগুনি বর্নের কিছুটা উপস্থিতি চখে পড়ে। ডানার নিম্নতল পুরুষ প্রকারের অনুরূপ।[৫]

আচরণ[সম্পাদনা]

এই প্রজাতি দুর্লভ নয়, তবে খুবই কম দেখতে পাওয়া যায়। এরা মূলত পার্বত্য অঞ্চল এবং উষ্ণ উপত্যকা অঞ্চলে বিচরন করে। জঙ্গলের অভ্যন্তর অথবা কিনারায় অথবা ছায়াচ্ছন্ন নালাগুলি এদের প্রিয় বাসভূমি। হিমালয় এ ৯০০-১৮০০মিটার উচ্চতায় প্রায় সারা বছরই এদের সক্রিয়তা চোখে পড়ে প্রধানত এপ্রিল এবং অক্টোবর মাসে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter. Theclinae, Poritiinae, Hesperiidae. Grossschmetterlinge Erde 9: 799-1107, pls. 138-175.
  2. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা ২৮৪। আইএসবিএন 9789384678012 
  3. "Arhopala perimuta (Moore, [1858]) – Yellowdisc Tailless Oakblue"Butterflies of India। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১ 
  4. R.K., Varshney; Smetacek, Peter (২০১৫)। A Synoptic Catalogue of the Butterflies of India। New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi। পৃষ্ঠা 107। আইএসবিএন 978-81-929826-4-9ডিওআই:10.13140/RG.2.1.3966.2164 
  5. Wynter-Blyth, Mark Alexander (১৯৫৭)। Butterflies of the Indian Region। Bombay, India: Bombay Natural History Society। পৃষ্ঠা 320। আইএসবিএন 978-8170192329 
  6. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 216। আইএসবিএন 978 019569620 2