আরতি নায়েক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরতি নায়েক
২০১২ সালে আরতি নায়েক
জাতীয়তাভারতীয়
পেশাকণ্ঠশিল্পী
কর্মজীবন১৯৯৩ – বর্তমান
দাম্পত্য সঙ্গীসুধীন্দ্র কামাথ
পুরস্কারযুব সৃজন পুরস্কার (২০১৩)
সঙ্গীত কর্মজীবন
ধরনভারতীয় শাস্ত্রীয় সংগীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত (রাগ সঙ্গীত খেয়াল), নাট্যগীত, ভজন, ঠুংরি, টপ্পা

আরতি নায়েক-কামাথ হলেন একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত কণ্ঠশিল্পী, যিনি গোয়ালিয়র ঘরানার ঐতিহ্যে সঙ্গীত পরিবেশন করেন। তিনি সঙ্গীত নাটক নাট্যগীতেও কাজ করেছেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আরতি নায়েক সঙ্গীত পরিবারের সদস্য। তাঁর পিতা ছিলেন রামরাও নায়েক, যিনি কিরানা-গোয়ালিয়র ঘরানার একজন কণ্ঠশিল্পী। তাঁর পিতামহী ছিলেন মুক্তা নায়েক, একজন ভক্তিগীতি গায়ক এবং তাঁর মাতামহ হনুমন্ত কামাথ একজন থিয়েটার অভিনেতা ছিলেন।[১]

৪ বছর বয়সে, আরতি নায়েক তাঁর মা প্রতিমা নায়েকের নির্দেশনায় সঙ্গীতের প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেন। তাঁর বাবা ভাস্করবুয়া ঘোডের (গোয়ালিয়র ঘরানা) শিষ্য ছিলেন। ৬ বছর বয়সে বাবার নির্দেশনায় সঙ্গীতে তাঁর অগ্রিম প্রশিক্ষণ শুরু হয়। তাঁর সঙ্গীত প্রতিভা তাঁর বাবা রামরাও নায়েক, কিরানা ঘরানার (ফিরোজ দস্তুরের শিষ্য) এ কে অভয়ঙ্কর এবং গোয়ালিয়র ঘরানার ভি আর আথাভালে লক্ষ করেছিলেন। তাঁরা তাঁর দক্ষতা বিকাশে সাহায্য করেন। ৯ বছর বয়সে, তিনি কোন প্রশিক্ষণ ছাড়াই তবলা এবং হারমোনিয়াম বাজাতে শুরু করেন। তিনি সেতার এবং ভরতনাট্যমও শিখেছেন।[২]

শিক্ষা[সম্পাদনা]

আরতি নায়েক মুম্বাইয়ের অখিল ভারতীয় গন্ধর্ব মহাবিদ্যালয় মণ্ডলের একজন সঙ্গীত অলঙ্কার এবং সঙ্গীত বিশারদ উপাধিপ্রাপ্ত, তিনি ক্রমতালিকার একজন স্থানাধিকারীও বটে। তিনি মুম্বাইয়ের এসএনডিটি বিশ্ববিদ্যালয় থেকে এমএ (সঙ্গীত) এবং শিবাজি বিশ্ববিদ্যালয়[৩] থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[৪][৫]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ভারত জুড়ে অনেক সঙ্গীত সংগঠনের পৃষ্ঠপোষকতায় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং নাট্যগীত, ভজন, ঠুংরি এবং টপ্পা[৬] সহ আধা-শাস্ত্রীয় সঙ্গীতের সফল অনুষ্ঠান করে আসছেন। তিনি যে স্থানগুলিতে সঙ্গীত পরিবেশন করেছেন তার মধ্যে রয়েছে:[৪]

তিনি মারাঠি সঙ্গীত নাটক নাট্যগীতেও অভিনয় করেছেন, বিভিন্ন সঙ্গীত নাটক যেমন সঙ্গীত সৌভদ্র, সঙ্গীত সৌশয় কল্লোল, সঙ্গীত যায়াতি আনি দেবযানী, এবং সঙ্গীত মানাপমান-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।[৭] নতুন দিল্লির ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের (২০০৭) জন্য তিনি বৃত্তি লাভ করেছেন।[৩]

তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর ভিত্তি করে জাতীয় পুরস্কার বিজয়ী মারাঠি চলচ্চিত্র সাভালি (২০০৭) -এর জন্য নেপথ্য সঙ্গীত গেয়েছেন।[৪] এছাড় তিনি অন্তরনাদ এর জন্যও নেপথ্য সঙ্গীত গেয়েছেন।[৩]

আরতি নায়েক ত্রিবান্দ্রমের সূর্য উৎসবে সঙ্গীত পরিবেশন করছেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আরতি নায়েক সুধীন্দ্র কামাথকে বিয়ে করেছেন, সুধীন্দ্র পেশায় একজন প্রকৌশলী, এবং তাঁরা গোয়ার মারগাওতে থাকেন।

পুরস্কার এবং স্বীকৃতি[সম্পাদনা]

  • পণ্ডিত বাসবরাজ রাজগুরু জাতীয় যুব পুরস্কার
  • ২০১৩ - ১৪ সালের জন্য গোয়া সরকারের শিল্প ও সংস্কৃতি বিভাগ কর্তৃক যুব সৃজন পুরস্কার (নবসার্জন চেতনা পুরস্কার - সঙ্গীত)[২][৩]
  • কাশী সঙ্গীত সমাজ, বারাণসী কর্তৃক সঙ্গীত রত্ন।[৩]
  • সঙ্গীতে কৃতিত্বের জন্য গোয়া সরকার কর্তৃক যশদামিনী পুরস্কার[৩]
  • সঙ্গীতের ক্ষেত্রে সর্বোচ্চ মানের কাজের স্বীকৃতিস্বরূপ জায়ান্টস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।[৩]
  • সুর সিংগার সংসদ, মুম্বাই দ্বারা সুরমণি।[৩]
  • সারস্বত যুব পুরস্কার, ম্যাঙ্গালোরের কোদিয়াল খবর দ্বারা, সঙ্গীতের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য।[৩]
  • আধা-শাস্ত্রীয় সঙ্গীত বিভাগ (১৯৯৯ - ২০০০) এবং হালকা গানের বিভাগের জন্য (২০০১ - ২০০২) অল ইণ্ডিয়া রেডিও প্রতিযোগিতা জিতেছেন[৩]
  • মহারাষ্ট্রের কানাকাওলির বসন্তরাও আচরেকার সাংস্কৃতিক প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বামন্দাজি পুরস্কার।[৩]
  • কেরালার ত্রিবান্দ্রমের জাতীয় যুব উৎসবে হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠ্য বিভাগে সেরা গায়ক হিসাবে পুরস্কৃত।[৩]
  • মহারাষ্ট্রর সাংলির মহারাষ্ট্র নাট্য মণ্ডল কর্তৃক মারাঠি সঙ্গীত নাটকে 'সেরা অভিনেত্রী' হিসেবে পুরস্কৃত।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Aarti Nayak Music, Lyrics, Songs, and Videos"। reverbnation.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪ 
  2. "Aarti for the soul"। thegoan.net। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪ 
  3. "Aarti Nayak"LinkedIn। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ 
  4. classical, Origin IndiaOccupationVocalistYears active 1993-presentName Aarti NayakGenres Indian; Classical, Hindustani; Natyageeta; Bhajan; Thumri; Nayak, TappaRole Musical Artist · aartinayak webs comSimilar People Sudhir; Rajurkar, Malini; Kerkar, Kesarbai; Kashalkar, Ulhas (২০১৭-০৮-১৮)। "Aarti Nayak - Alchetron, The Free Social Encyclopedia"Alchetron.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬ 
  5. "Bollywood Singer Aarti Nayak Biography, News, Photos, Videos"nettv4u (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬ 
  6. "Alert! - ESET NOD32 Antivirus"। radioidli.net। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪ 
  7. "Home - Aarti Nayak"। aartinayak.webs.com। ২০১৪-০৩-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]