আয়শা হিদায়াতুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আয়শা হিদায়েতুল্লা থেকে পুনর্নির্দেশিত)
আয়শা হিদায়াতুল্লাহ
জন্মসান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
পেশানারীবাদী, লেখক
ভাষাইংরেজি
জাতীয়তামার্কিন
শিক্ষা প্রতিষ্ঠান
  • এমোরি বিশ্ববিদ্যালয়
  • ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়।
সাহিত্য আন্দোলনসমতা, নারীবাদ
উল্লেখযোগ্য রচনাকুরআনের নারীবাদী প্রান্ত

আয়শা হিদায়াতুল্লাহ সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ধর্মীয় অধ্যয়ন বিভাগে ইসলামি শিক্ষার সহযোগী অধ্যাপক।[১] তিনি কুরআনের নারীবাদী ব্যাখ্যার জন্য বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত। তার জনপ্রিয় লিখিত বই ফেমিনিস্ট এজেস অব দ্য 'কুরআন

জন্ম ও পরিচিতি[সম্পাদনা]

আয়শা হিদায়াতুল্লাহ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জন্মগ্রহণ করেন। তিনি নারীবাদ নিয়ে লেখালিখি করেন। তার উল্লেখযোগ্য বই ‘কুরআনের নারীবাদী প্রান্ত’ দ্বারা বেশ পরিচিতি লাভ করেন তিনি।

শিক্ষাজীবন[সম্পাদনা]

আয়শা হিদায়াতুল্লাহ এমোরি বিশ্ববিদ্যালয় থেকে নারী শিক্ষায় স্নাতক পাশ ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা থেকে গবেষণায় সম্মান ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

পেশাজীবন[সম্পাদনা]

আয়শা হিদায়াতুল্লাহ ২০০৮ সালে সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ে ইসলাম, জাতি, লিঙ্গ ও নীতিশাস্ত্র বিষয়ে স্নাতক কোর্স শেখানো শুরু করেন।[২] তার গবেষণায় ইসলামি পাঠের নারীবাদী ব্যাখ্যা, ইসলামি ঐতিহ্যে নারী ও নারীত্বের প্রতিনিধিত্ব, যুক্তরাষ্ট্রে ইসলামের জাতিগতীকরণ, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম নারীদের প্রতিনিধিত্ব এবং ইসলামি শিক্ষার উপর আলোকপাত করা হয়েছে।[২] তিনি এই বিষয়গুলিতে বেশ কয়েকটি রচনা প্রকাশ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তার বই কুরআনের নারীবাদী প্রান্ত।

আয়শা হিদায়াতুল্লাহ আমেরিকান একাডেমি অফ রিলিজিয়নের ইসলাম, লিঙ্গ ও মহিলা ইউনিটের সহ-প্রতিষ্ঠাতা ও ইসলামে লিঙ্গ এবং মহিলাদের ক্ষেত্র বিকাশের লক্ষ্যের সহ-সভাপতি।[২] তিনি তার ক্ষেত্রে ধর্মীয় বৈচিত্র্য ও ইসলামভীতি সম্বন্ধে অসংখ্য প্রকল্পে কাজ করেছেন। আমেরিকান একাডেমি অব রিলিজিয়ন ও ওয়াবাশ সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিং ইন থিওলজি অ্যান্ড রিলিজিয়নের সহ-পৃষ্ঠপোষকতায় ‘টিচিং এগেইনস্ট ইসলামফোবিয়া’ বিষয়ক একটি শিক্ষাগত কর্মশালার নেতৃত্বদানকারী দলের সদস্য ছিলেন।[২]

কুরআনের নারীবাদী প্রান্ত[সম্পাদনা]

হিদায়াতুল্লাহর বইটি ইসলাম ও কুরআনের প্রথম ব্যাপক পরীক্ষা করা হয়, যার ব্যাখ্যায় নারীবাদের হারমেনিউটিক্স অনুসরণ করে।[৩] তিনি বিংশ শতাব্দীর ইসলামী নারীবাদীদের ঐতিহ্যের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। পরবর্তীতে তাদের সিদ্ধান্তের প্রতি সাড়া দেন ও সমালোচনা করেন। কুরআনের তার নারীবাদী ব্যাখ্যায় ইসলামী নৈতিকতার ভিত্তি হিসেবে লিঙ্গ সমতা এবং ন্যায়বিচারের দাবি করা হয়েছে। আয়শা হেদায়েতুল্লাহ পাঠের অনুমান প্রকাশ করে নারীবাদী এবং LGBTQ+ (সমকামিতা) আন্দোলনের পক্ষে ঐতিহ্যবাহী ব্যাখ্যামূলক ঐতিহ্যকে চ্যালেঞ্জ করেছেন।[৪]

প্রকাশনা[সম্পাদনা]

  • সহ-সম্পাদক জেসুইট কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলাম। লেন সেন্টার সিরিজ ৪ নং ভলিউম (বসন্ত), ২০১৬।
  • প্রত্যেক ভালো মুসলিম মানুষের পিছনে:১১ এর পরে 'আয়িশার কাল্পনিক উপস্থাপনা। মুহাম্মদ এবং ডিজিটাল যুগ (ষষ্ঠ অধ্যায়) অস্টিন, টিএক্স: টেক্সাস বিশ্ববিদ্যালয় প্রেস, ২০১৫।
  • কুরআনের নারীবাদী প্রান্ত। যুক্তরাজ্য: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০১৪।
  • 'আমাদের জন্য কথা বলা': আমেরিকান মুসলিম মহিলাদের স্বীকারোক্তিমূলক লেখা এবং পরিবর্তনের সমস্যা। জার্নাল ফর ইসলামিক স্টাডিজ, ৩৩ নং ভলিউম, ২০১৩।
  • রিসার্চ গাইড "লিঙ্গ এবং যৌনতা," অক্সফোর্ড গ্রন্থপঞ্জি অনলাইন: ইসলামিক স্টাডিজ
  • তুলনামূলক নারীবাদী সেটিংয়ে কুরআনের নারীবাদী ব্যাখ্যা, ধর্মবিষয়ক খন্ডের নারীবাদী গবেষণার জার্নাল। ৩০, (২ নং), পিপি। ১১৫-১২৯, ২০১৪।
  • সারাহ এবং হাজারের বাইরে: নারীবাদী ধর্মতত্ত্বের উপর ইহুদি এবং মুসলিম প্রতিফলন। পালসগ্র্যাভ ম্যাকমিলান, ২০১১।
  • মুসলিম নারীবাদী জন্মদিন। জার্নাল অফ ফেমিনিস্ট স্টাডিজ ইন রিলিজিয়ন ২৭ নং ভলিউম (১নং), পিপি। ১১৯-১২২, ২০১১।
  • মারিয়্যা দ্য কপট: লিঙ্গ, লিঙ্গ এবং ঐতিহ্য মুহাম্মদের উম্মে ওয়ালাদের উত্তরাধিকার। ইসলাম এবং খ্রিস্টান-মুসলিম সম্পর্ক ২১ নং ভলিউম, (৩), ২০১০।

কুরআনের নারীবাদী প্রান্ত[সম্পাদনা]

বইটি আয়শা হিদায়াতুল্লাহ দ্বারা লিখিত। তিনি বইটিতে কুরআনের ব্যাখ্যা দ্বারা নারীর অধিকারের কথা উল্লেখ করেন। বইটিতে তিনি নারীর অধিকার, পড়াশোনা ও রাজনৈতিক দায়িত্বের কথা বলেন। বইটি ব্যাপক সাড়া পায়, ঠিক তেমনি তিনি বইটির বেশ সমালোচিতও হন। পুরষতান্ত্রিক সমাজের কথা বর্ণনা করে তিনি নারীদের জন্য লড়ে যান। বইটিতে নারীদের সমতা ও অধিকারের নিয়ে তিনি কুরআনসহ ব্যাখ্যা করেন।

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

  • ২০১৭ ডিনের স্কলার পুরস্কার, আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ, সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়[২]
  • ইউএসএফ অনুষদ সমিতি থেকে ২০১৭ বিশিষ্ট শিক্ষণ পুরস্কার[২]
  • ২০১৫ ইগনেশন সার্ভিস পুরস্কার, সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Aysha Hidayatullah"Los Angeles Review of Books। ২০২১-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২ 
  2. Ozguzer, Selin (২০১৫-০৬-২৯)। "Aysha Hidayatullah"University of San Francisco (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২ 
  3. Duderija, Adis (২০১৫)। "Toward a Scriptural Hermeneutics of Islamic Feminism": 45–64। আইএসএসএন 8755-4178ডিওআই:10.2979/jfemistudreli.31.2.45 
  4. "Daily Trojan | Religious scholars examine gender, sexuality"dailytrojan.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩