আমিরউদ্দীন আহমদ
আমিরউদ্দীন আহমদ | |
---|---|
পূর্ব বাংলার গভর্নর (পরবর্তীতে পূর্ব পাকিস্তানের) | |
কাজের মেয়াদ ১৪ জুন ১৯৫৫ – ৯ মার্চ ১৯৫৬ | |
পূর্বসূরী | মুহাম্মদ শাহাবউদ্দিন |
উত্তরসূরী | আবুল কাশেম ফজলুল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২২ ডিসেম্বর ১৮৯৫ |
মৃত্যু | ১৯ জানুয়ারি ১৯৬৫ |
আমিরুদ্দিন আহমদ একজন বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন।[১] তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন।
প্রথম জীবন
[সম্পাদনা]আমিরুদ্দিন আহমদ ২২ ডিসেম্বর ১৮৯৫ সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ১ এপ্রিল ১৯৪২ সালে তিনি বাংলার উপ-আইনি স্মরণক হিসাবে যোগদান করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]আমিরুদ্দিন আহমদ জানুয়ারি ১৯৪৭ সালে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারকের পদে উন্নীত হন। দেশ বিভাগের পরে তিনি পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৫ আগস্ট ১৯৫৭সালে ঢাকা হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হায়দ্রাবাদের রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র ট্রাইব্যুনালে বিচারক ছিলেন।[৩] ১০ নভেম্বর ১৯৫৩ সালে তাকে সীমানা কমিশনের চেয়ারম্যান করা হয়। ২২ সেপ্টেম্বর ১৯৫৪ সালে তাকে ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়। ১৪ জুন ১৯৫৫ সালে তিনি পূর্ব বাংলার ভারপ্রাপ্ত রাজ্যপাল নিযুক্ত হন। ৯ মার্চ ১৯৫৬ সালে তিনি পাকিস্তানের ফেডারেল কোর্টে বিচারক নিযুক্ত হন।[২][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রঞ্জন, সুধাংশু (২০১৪-০৩-২১)। Justice, Judocracy and Democracy in India: Boundaries and Breaches (ইংরেজি ভাষায়)। রাউটলেজ। আইএসবিএন 9781317809777।
- ↑ ক খ আবু জাফর (২০১২)। "আহমদ, বিচারপতি আমিরউদ্দীন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Pakistan Affairs (ইংরেজি ভাষায়)। তথ্য বিভাগ, পাকিস্তানের দূতাবাস। ১৯৫২। পৃষ্ঠা ৯১।
- ↑ রিজভী, হাসান আসকারি (২০০০)। The Military & Politics in Pakistan, 1947-1997 (ইংরেজি ভাষায়)। সাং-ই-মীল পাবলিকেশন্স। পৃষ্ঠা ৩৩২। আইএসবিএন 978-969-35-1148-2।
পূর্বসূরী মুহাম্মদ শাহাবউদ্দিন |
পূর্ব বাংলার রাজ্যপাল ১৪ জুন ১৯৫৫–৯ মার্চ ১৯৫৬ |
উত্তরসূরী রহিত |