আমন
অবয়ব
আমন, ধানের একটি বহুল পরিচিত প্রজাতি।[১]
- আমন ধান কে Winter rice বলা হয়।
- রোপণের সময়: June - July.
- কাটার সময়: October - November.
বিভিন্ন দেশে আমন ধানের আবাদ
[সম্পাদনা]বাংলাদেশ
[সম্পাদনা]বাংলাদেশের ধানের প্রজাতির মধ্যে আমন, অঞ্চল ও উৎপাদনের পরিমাণ নির্বিশেষে শীর্ষে অবস্থান করছে। এই ধান বোনো এবং রোপা হয় ডিসেম্বর থেকে জানুয়ারিতে। বাংলাদেশে নিম্নাঞ্চলে ফলানো বেশিরভাগ আমন ধানই ভাসমান জাতের, যার স্থানীয় নাম জলিধান বা অগ্রহায়ণী ধান । বাংলাদেশে এর প্রায় ২,০০০ কালটিভার (cultivar) বা জাত রয়েছে, এবং এশিয়া জুড়ে আছে ৬,০০০-এরও বেশি জাত। সবগুলোই অত্যন্ত আলোককাল-সংবেদী।[১]
বাংলাদেশে ধানের জমি ও উৎপাদনের পরিমাণ (১৯৯৭-৯৮) | |||||
ধান ফসল | এলাকা (১০ লক্ষ হেক্টর হিসেবে) |
মোট এলাকা (শতাংশ) |
উৎপাদন (ছাঁটা চাল) (১০ লক্ষ মেট্রিকটন হিসাবে) |
মোট উৎপাদনের শতাংশ | গড় উৎপাদন (হেক্টরপ্রতি মেট্রিকটন) |
---|---|---|---|---|---|
আমন | ৫.৮১ | ৫৬.৬৩ | ৮.৮৫ | ৪৬.৯২ | ১.৫২ |
(উচ্চ ফলনশীল আমন) | (২.৫৫) | (২৪.৮৬) | (৫.২১) | (২৭.৬২) | (২.০৪) |
বার্ষিক প্রাপ্তব্য মোট ধান: ১৫২.৮ লক্ষ মেট্রিকটন; তথ্য-উৎস: BBS Monthly Statistical Bulletin, July 1998.[১] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ধান, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাপিডিয়া, ঢাকা থেকে প্রকাশিত। সংগ্রহের তারিখ: মে ২৪, ২০১৩ খ্রিস্টাব্দ।