আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়
ঠিকানা
মানচিত্র
নেত্রকোণা-কেন্দুয়া রোড

বালুয়াকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা


, ,
২৪০০

তথ্য
বিদ্যালয়ের ধরননিম্ন মাধ্যমিক, মাধ্যমিক
নীতিবাক্যশিক্ষাই আলো
প্রতিষ্ঠাকাল১ মার্চ ১৯৬০ (1960-03-01)
প্রতিষ্ঠাতামরহুম হাজী মুহাম্মদ আবু আব্বাছ
অবস্থাচালু
বিদ্যালয় জেলানেত্রকোণা
কর্তৃপক্ষবাংলাদেশ সরকার
সভাপতিআবুল কালাম বাবুল
প্রধান শিক্ষকমো. আলী উসমান
শিক্ষকমণ্ডলী১৭
কর্মচারী
শ্রেণী৬ষ্ট থেকে ১০ম
বয়সসীমা১১-১৭
ভর্তি১০৬০ (ছেলে ৫৬০, মেয়ে ৫০০)
ভাষাবাংলা
শ্রেণীকক্ষ১০
ক্যাম্পাসসমূহ
আয়তন১ একর ১৯ শতাংশ
হাউস
রংসবুজ, সাদা, ও নীল

আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় নেত্রকোণা জেলা সদরে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়।[১] স্কুলটি নেত্রকোণা-কেন্দুয়া সড়কের পশ্চিমে এবং ৭নং কাইলাটি ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শে বালুয়াকান্দা বাজারে অবস্থিত। নেত্রকোণা উপজেলা পরিষদ থেকে এর দূরত্ব ৩ কিলোমিটার(দক্ষিণ দিকে)। বর্তমানে স্কুলটিতে ১০৬০ জন শিক্ষার্থী অধয়নরত রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

আব্বাছিয়া উচ্চ বিদ্য়ালয় নেত্রকোণা সদর উপজেলার একটি অন্যতম প্রাচীন একটি বিদ্যালয়। ১৯৬০ সালে তৎকালীন সংসদ সদস্য হাজী মুহাম্মদ আবু আব্বাছ স্থানীয় লোকজনের সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

শিক্ষাকার্যক্রম[সম্পাদনা]

বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে বাংলাদেশ জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালা অনুসরণ করা হয়। স্কুলটিতে শুধুমাত্র বাংলা মাধ্যমে পাঠদান করা হয় এবং ষষ্ট থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একই পদ্ধতিতে পাঠদান সম্পন হয়। নবম ও দশম শ্রেনীতে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই তিন শাখায় পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয়।

পোশাক[সম্পাদনা]

সকল শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম পরিধান করতে হয়।

  1. ছেলেঃ সাদা শার্ট, আকাশী রংয়ের প্যান্ট ও সাদা জুতা
  2. মেয়েঃ নীল সালোয়ার কামিজ, সাদা পায়জামা, সাদা ওড়না, সাদা বেন্ট ও সাদা জুতা

বিদ্যালয় ভবন[সম্পাদনা]

বিদ্যালয়টিতে দুইটি প্রধান ভবন ও একটি সম্প্রসারিত ভবন রয়েছে। পূর্বপাশে অবস্থিত একটি দ্বিতল ভবন ও তার ঠিক পেছনেই রয়েছে পশ্চিম ভবন। সম্পসারিত ভবনটি দক্ষিণ পার্শ্বে অবস্থিত।

প্রশাসন[সম্পাদনা]

স্কুলের মোট শিক্ষক ১৭ জন। স্কুল পরিচালনা কমিটি স্কুলটি পরিচালনা করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Institutions" (XLS)Ministry of Education। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৪ 

উইকিমিডিয়া কমন্সে আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় সম্পর্কিত মিডিয়া দেখুন।