আব্দুর রউফ (সচিব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুর রউফ
সচিব
বস্ত্র ও পাট মন্ত্রণালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৫ নভেম্বর ২০২১
পূর্বসূরীআবদুল মান্নান
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থী
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

আব্দুর রউফ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

রউফের নিজ জেলা গাজীপুর। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

আব্দুর রউফ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯৩ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করেছেন।[৩]

তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিট প্রকল্পে উপসচিব এবং স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪] ২০২১ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।[৫] ২০২১ খ্রিষ্টাব্দের ১৫ই নভেম্বর থেকে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১১ নভেম্বর ২০২১। ৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  2. "বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে আব্দুর রউফের যোগদান"ইনকিলাব। ১৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  3. "বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুর রউফ"সমকাল। ১৬ নভেম্বর ২০২১। ৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  4. "বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের যোগদান"রাইজিংবিডি.কম। ১৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  5. "পদোন্নতি পেয়ে পাট মন্ত্রণালয়ের সচিব হলেন রউফ"জাগোনিউজ২৪.কম। ১১ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  6. "পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছেন আব্দুর রউফ"বাংলা ট্রিবিউন। ১৫ নভেম্বর ২০২১। ৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩