আব্দুর রউফ (সচিব)
আব্দুর রউফ | |
---|---|
সচিব | |
বস্ত্র ও পাট মন্ত্রণালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৫ নভেম্বর ২০২১ | |
পূর্বসূরী | আবদুল মান্নান |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
আব্দুর রউফ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
জন্ম ও শিক্ষা
[সম্পাদনা]রউফের নিজ জেলা গাজীপুর। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]আব্দুর রউফ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯৩ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করেছেন।[৩]
তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিট প্রকল্পে উপসচিব এবং স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪] ২০২১ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।[৫] ২০২১ খ্রিষ্টাব্দের ১৫ই নভেম্বর থেকে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১১ নভেম্বর ২০২১। ৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে আব্দুর রউফের যোগদান"। ইনকিলাব। ১৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুর রউফ"। সমকাল। ১৬ নভেম্বর ২০২১। ৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের যোগদান"। রাইজিংবিডি.কম। ১৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "পদোন্নতি পেয়ে পাট মন্ত্রণালয়ের সচিব হলেন রউফ"। জাগোনিউজ২৪.কম। ১১ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছেন আব্দুর রউফ"। বাংলা ট্রিবিউন। ১৫ নভেম্বর ২০২১। ৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।