আবু হেনা (রাজনীতিবিদ)
আবু হেনা | |
---|---|
৮ম জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
৭ম জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – ২০০১ | |
পূর্বসূরী | অধ্যাপক আব্দুল গফুর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৩৯ |
মৃত্যু | ১৪ নভেম্বর ২০২০ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) |
পেশা | রাজনীতিবিদ |
আবু হেনা (আনু. ১৯৩৯–১৪ নভেম্বর ২০২০) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তা। তিনি ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে রাজশাহী-৩ (পবা ও মোহনপুর) আসন থেকে পরপর দুবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[১][২][৩]
কর্ম ও রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আবু হেনা কর্মজীবনে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালকসহ সরকারি বিভিন্ন পদে চাকুরি করেন এবং ১ অক্টোবর ১৯৯৪ সাল থেকে ৩১ মে ১৯৯৫ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে চাকুরিজীবন শেষ করে রাজনীতিতে প্রবেশ করেন।[১][৪]
প্রাথমিকভাবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচন করতে চাইলেও ব্যর্থ হয়ে ১২ জুন ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে রাজশাহী-৩ (পবা ও মোহনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[১][৫]
২০০৫ সালে নিজ দলের সমালোচনা করে তিনি আলোচনায় আসেন এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়।[৬] ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি তথাকথিত সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত হন।[১][২] ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে বিএনপি তাকে পুনরায় দলে ফিরিয়ে এনে রাজশাহী-৪ আসন থেকে মনোনয়ন প্রদান করে।[৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ Bhorerkagoj (২০ নভে ২০১৮)। "বাগমারায় আবু হেনাকে অবাঞ্ছিত ঘোষণা : মনোনয়ন না দেয়ার দাবি"। Bhorer Kagoj। সংগ্রহের তারিখ ৭ ডিসে ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ https://www.banglanews24.com/election-comission/news/bd/680786.details
- ↑ "বিএনপির সাবেক এমপি আবু হেনা অবাঞ্ছিত রাজশাহী-৪ আসন"। দৈনিক জনকণ্ঠ। নভেম্বর ২০, ২০১৮। সংগ্রহের তারিখ ৭ ডিসে ২০১৮।
- ↑ "মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ঃ সাবেক সচিবগণের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০।
- ↑ https://www.banglanews24.com/national/news/bd/686443.details
- ↑ https://bdnews24.com/politics/2005/11/23/abu-hena-mp-expelled-from-bnp-1st-ld
- ↑ prothomalo.com (২৬ নভে ২০১৮)। "আবু হেনা এবার সবচেয়ে 'গরিব'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ ডিসে ২০১৮।
- ↑ "বাগমারার সাবেক এমপি আবু হেনা দলে ফিরছে"। The Daily Sangram। ৩ নভে ২০১৮। সংগ্রহের তারিখ ৭ ডিসে ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]