আবু নছর মোহাম্মদ এহিয়া (খান বাহাদুর)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিতু মিয়ার বাড়ি

খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওরফে জিতু মিয়া (১৮৫১ - ১৯২৫) ছিলেন সিলেটের একজন জায়গীরদার ও সমাজ সেবক। তিনি জনহিতৈষী কর্মকান্ডের জন্য পরিচিত ছিলেন এবং তার আবাসস্থলটি জিতু মিয়ার বাড়ী বলে পরিচিত যা সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থাপনা।

জন্ম ও বংশ পরিচয়[সম্পাদনা]

জিতু মিয়া ১৮৫১ সালে, মতান্তরে, ১৮৪৮ সালে সিলেটের শেখঘাট এলাকায় তার পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা আবু মোহাম্মদ আবদুর কাদির; তিনি আরবী, ফারসী ও উর্দু ভাষায় পারদর্শী পণ্ডিত এবং তিনি কিছু পুস্তকও রচনা করেছিলেন। তার পিতামহ মৌলভী আবু নছর মোহাম্মদ ইদ্রিছ নবাবী আমলে "কাজী" হয়ে সিলেট আসেন[১] এবং সুরমা নদীর তীরবর্তী স্থানে স্থাপনা তৈরী করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

কর্মজীবন[সম্পাদনা]

তার কর্মজীবন শুরু হয় ব্রিটিশ সরকারের অধীনে একজন সাব রেজিস্টার হিসেবে। তিনি ১৮৯৭ থেকে ১৯০৩ সাল পযর্ন্ত সিলেট পৌরসভার ভাইস চেয়ারম্যান ও অনারারী ম্যাজিস্টেট ছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জিতু মিয়ার বাড়ী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ আগস্ট ২০১১ তারিখে, সিলেট জেলা তথ্য বাতায়ন।

বহি:সংযোগ[সম্পাদনা]