আবু উসাইদ সাঈদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবু উসাইদ মালিক বিন রাবিয়াহ সাঈদী আনসারী (রাযিয়াল্লাহু আনহু) (আরবি: أبو أسيد مالك بن ربيعة الساعدي الأنصاري; মৃত্যু: ৪০ হিজরি) একজন আনসার সাহাবী । তিনি খাযরাজ গোত্রের বনু সায়িদাহর লোক। একজন হাদিস বর্ণনাকারী। তিনি নবী মুহাম্মাদের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মক্কা বিজয়ের দিন তাঁর সাথে বনু সায়িদাহর পতাকা ছিল। কেউ তাকে হিলাল বিন রাবিয়াহ (আরবি: هلال بن ربيعة) বলে ডাকেন এবং বেশিরভাগ বলেন মালিক বিন রাবিয়াহ বিন বাদান (আরবি: مالك بن ربيعة بن البَدَن, প্রতিবর্ণীকৃত: মালিক বিন রাবিয়াতুবনিল বাদান)।

জীবনী[সম্পাদনা]

আবু উসাইদ নবী মুহাম্মাদের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন[১] এবং বিজয়ের দিনে তার সাথে বনু সায়িদাহর পতাকা ছিল।[২] জীবনের শেষ দিকে আবু উসাইদের দৃষ্টি চলে যায় এবং তিনি ৪০ হিজরিতে ইন্তেকাল করেন।[২] কেউ কেউ বলেন, তিনি ৬০ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন, [১] এবং তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বলা হয় যে তিনিই ছিলেন বদরি সাহাবিদের মধ্যে শেষ মৃত্যুবরণকারী।[৩] তিনি খাটো ছিলেন, তার দাড়ি ও চুল সাদা ছিল[২] এবং মাথায় অনেক চুল ছিল। তিনি পুত্রদের মধ্যে রেখে গেছেন উসাইদুল আকবার এবং মুনযির, যাদের মা ছিলেন সালামা বিনতে ওয়াহব সাঈদিয়া, এবং গলিয, যার মা সালামা বিনতে দাম্মাম আল-ফাজারিয়া, মায়মুনা যার মা ছিলেন ফাতিমা বিনতে আল-হাকাম আল-সাঈদিয়াহ, হাব্বানা যার মা ছিলেন আল-রাবাব, বনু মুহারিব বিন খাসফা থেকে কায়েস আয়লান থেকে, হামজাহ, তার মা সালামা বিনতে ওয়ালান বিন মুয়াবিয়া ফাজারিয়া এবং উসাইদুল আসগর, হাফসা এবং ফাতিমা ছিলেন দাসীর গর্ভ থেকে।[১]

হাদিসশাস্ত্রে অবদান[সম্পাদনা]

  • তিনি বর্ণনা করেছেন নবী মুহাম্মাদ থেকে।[৪]
  • তাঁর থেকে বর্ণনা করেছেন: তাঁর পুত্র মুনযির, হামযাহ, জুবায়ের, আব্বাস বিন সাহল বিন সাদ, আবদ আল-মালিক বিন সাঈদ বিন সুওয়ায়েদ, আনাস বিন মালিক, আবু সালামাহ বিন আব্দুল রহমান বিন আউফ, তার মালিক আলী বিন উবায়েদ সাঈদী[২] ইব্রাহিম বিন মুহাম্মাদ বিন তালহা, কাররাহ বিন আবি কাররাহ এবং ইয়াজিদ বিন যায়েদ মাদানী।[৪]
  • তার বর্ণনা: বাকি ইবনে মুখলিদ তার মুসনাদে ২৮টি হাদিস বর্ণনা করেছেন,[২] এবং জামায়াহ তাদের কিতাবে তার থেকে বর্ণনা করেছেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]