আবর্জনার জাদুঘর
![]() আবর্জনার জাদুঘরের লোগো | |
![]() | |
স্থাপিত | ১৯৯৩ |
---|---|
ভাঙ্গা হয় | বন্ধ হয়ে যায় ২৫ আগস্ট, ২০১১ |
অবস্থান | ১৪১০ হানিস্পট রোড এক্সটেনশন, স্ট্রেটফোর্ড, কানেকটিকাট |
পরিদর্শক | ৩২,২০০ জন ২০০৮ সাল[১] |
আবর্জনার জাদুঘর বর্জ্য ব্যবস্থাপনার আদলে তৈরী একটি জাদুঘর যা যুক্ত্ররাষ্ট্রের স্ট্রেটফোর্ড, কানেকটিকাট এ অবস্থিত। এই জাদুঘরটি ১৯৯৩ সালে ১৯ টি স্থানীয় মিউনিসিপাল্টি (সম্মিলিতভাবে সাউথওয়েস্ট কানেক্টিকাট রিসাইক্লিং কমিটি) ৫০ লক্ষ মার্কিন ডলার ব্যায়ে নির্মাণ করে এবং সে বছরই উদ্ভোদন করে । জাদুঘরটি কানেক্টিকাট রিসোরসেস রিকভারি অথোরিটি পরিচালনা করে যা বর্জ্যব্যবস্থাপনা সম্পর্কে দরশনার্থিদের জ্ঞান বৃদ্ধিতে এবং রিসাইকেল প্রক্রিয়ার অবলোকন করতা সহায়তা করে । এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আবর্জনা দিয়ে তৈরী ডাইনোসরের ভাস্কর্য , ট্র্যাশ-ও-সাউরাস । ২০০৯ সালে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাদুঘরটির অর্থতহবিল সংগ্রহ স্থগিত হয়ে যায় যদিও তা ২০১১ সাল পর্যন্ত খোলা ছিল । অর্থতহবিল গঠনে ব্যর্থ হওয়াতেই জাদুঘরটি বন্ধ হয়ে যায় । ২০১৪ সালে কানেক্টিকাট সাধারণ পরিষদে কানেক্টিকাট রিসোরসেস রিকভারি অথোরিটিকে ১০০,০০০ মার্কিন ডলার প্রদানের জন্যে কানেক্টিকাট এনার্জি এন্ড এনভাইরনমেন্ট প্রটেকশন ডিপারটমেন্টকে অনুমোদন দেওয়া হয় ।
কার্যকলাপ[সম্পাদনা]
১৯৯৩ সালে এই জাদুঘরটি ৫০ লক্ষ মার্কিন ডলার ব্যায়ে নির্মাণ ও উদ্ভোদন কর হয় ।[২][৩] ১৯ টি স্থানীয় মিউনিসিপাল্টি (সম্মিলিতভাবে সাউথওয়েস্ট কানেক্টিকাট রিসাইক্লিং কমিটি) জাদুঘরটির জন্যে অর্থ তহবিল সংগ্রহ করতো । জাদুঘরটি দর্শনার্থীদেরকে আবর্জনা থেকে পুনর্ব্যবহারযোগ্য বস্তু তৈরির প্রক্রিয়ার প্রতিটি ধাপ স্বচক্ষে দেখার এবং সে সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ করে দিত । জাদুঘরটি কানেক্টিকাট রিসোরসেস রিকভারি অথোরিটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতো ।[৪]
প্রদর্শনীসমূহ[সম্পাদনা]
জাদুঘরটির লক্ষ ছিলো দর্শনার্থীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করা এবং বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্কে জ্ঞানবৃদ্ধি করা। জাদুঘরের কেন্দ্রীয় পরিচালক, ভ্যালেরি নাইট-দি-গাঙ্গি বলেন , " আমরা প্রদর্শিত বস্তুগুলো তৈরী করেছি যাতে শিশু-কিশোররা আনন্দের সাথে পরিবেশের বিভিন্ন সমস্যা সমপ্রকে জানতে পারে এবং পরিবেশ সম্পর্কে তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরী হয় ও তার দীর্ঘস্থায়ী প্রভাব থাকে।"[৫] পরিচালনা কর্তৃপক্ষ জাদুঘরের জন্য বিশেষজ্ঞ নিয়োগ করেছিলেন যারা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করতেন । [৫]
জাদুঘরটিতে আশেপাশের ২০ টি শহর থেকে আনা প্রায় ৬০,০০০ টন পূনরব্যবহারযোগ্য বস্তু রিসাইকেল করা হতো ।[১] শিক্ষামূলক প্রদর্শনীর ক্ষেত্রে কোমল পানীয়র ক্যান পুনর্ব্যবহারের উপকারিতা , এলুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট এবং বায়ু ও পানি দূষণ কমানোর বিষয়ে জোর দেয়া হতো । সেখানে কম্পোস্ট সারের তৈরী একটি পায়ে হাটার সুড়ংগও ছিলো । এছাড়া ছিল একটি সাধারণ স্টোর এবং আবর্জনার মধ্যে হেলমেট পরে দাড়িয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। যদি প্রশ্নের উত্তর ভুল হতো তাহলে অন্যদেরকে প্রতিযোগির খোলা মাথায় আবর্জনা ফেলার সুযোগ দেয়া হতো।[১] আরো ছিলো পুনরায় ব্যবহার উপযোগী বস্তু দিয়ে তৈরি শিল্পকর্ম। এর মধ্যে অসংখ্য পুরানো ও রঙ্গিন দুধের বোতলের চূর্ণকে পাইপ ক্লিনারে সন্নিবদ্ধ করে তৈরী করা মানুষ্রূপী মূর্তিটি অন্যতম ।[১] ২০০৪ সালে কানেক্টিকাট রিসোরসেস রিকভারি অথোরিটির অর্থায়িত প্রকল্পের অংশ হিসেবে মাইক ব্লাসাভ্যাজ আবর্জনা থেকে বিদ্যুত উৎপাদনের প্রক্রিয়া তৈরী করেন এবং তা প্রদর্শন করেন ।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ Collins, Dave (এপ্রিল ৯, ২০০৯)। "It's always Earth Day at Connecticut trash museum"। AP Worldstream – via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়)। ২৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৪।
- ↑ Weizel, Richard (নভেম্বর ৭, ১৯৯৯)। "One Man's Trash Is Another's Museum"। The New York Times। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪।
- ↑ Zimring, Carl (২০১২)। "Encyclopedia of Consumption and Waste: The Social Science of Garbage"। SAGE Publications। পৃষ্ঠা 147। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৪।
- ↑ "The CRRA Garbage Museum"। Connecticut Resources Recovery Authority। ১৫ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪।
- ↑ ক খ Davis, Mae (জুন ৩, ১৯৯৬)। "Garbage Museum Teaches Environmental Awareness to Children"। Nation's Cities Weekly – via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়)। ২৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪।
- ↑ Rhatigan, Chris (আগস্ট ১৭, ২০০৪)। "Museum exhibit puts new spin on garbage"। New Haven Register। New Haven, CT – via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়)। ২৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Defunct museums in Connecticut
- Buildings and structures in Stratford, Connecticut
- Museums established in 1994
- Museums disestablished in 2011
- Museums in Fairfield County, Connecticut
- Waste management in the United States
- 1994 establishments in the United States
- 2011 establishments in the United States
- ১৯৯৪-এ প্রতিষ্ঠিত জাদুঘর