আবর্জনার জাদুঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবর্জনার জাদুঘর
আবর্জনার জাদুঘরের লোগো
মানচিত্র
স্থাপিত১৯৯৩
ভাঙ্গা হয়বন্ধ হয়ে যায় ২৫ আগস্ট, ২০১১
অবস্থান১৪১০ হানিস্পট রোড এক্সটেনশন, স্ট্রেটফোর্ড, কানেকটিকাট
পরিদর্শক৩২,২০০ জন ২০০৮ সাল[১]

আবর্জনার জাদুঘর বর্জ্য ব্যবস্থাপনার আদলে তৈরী একটি জাদুঘর যা যুক্ত্ররাষ্ট্রের স্ট্রেটফোর্ড, কানেকটিকাট এ অবস্থিত। এই জাদুঘরটি ১৯৯৩ সালে ১৯ টি স্থানীয় মিউনিসিপাল্টি (সম্মিলিতভাবে সাউথওয়েস্ট কানেক্টিকাট রিসাইক্লিং কমিটি) ৫০ লক্ষ মার্কিন ডলার ব্যায়ে নির্মাণ করে এবং সে বছরই উদ্ভোদন করে । জাদুঘরটি কানেক্টিকাট রিসোরসেস রিকভারি অথোরিটি পরিচালনা করে যা বর্জ্যব্যবস্থাপনা সম্পর্কে দরশনার্থিদের জ্ঞান বৃদ্ধিতে এবং রিসাইকেল প্রক্রিয়ার অবলোকন করতা সহায়তা করে । এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আবর্জনা দিয়ে তৈরী ডাইনোসরের ভাস্কর্য , ট্র্যাশ-ও-সাউরাস । ২০০৯ সালে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাদুঘরটির অর্থতহবিল সংগ্রহ স্থগিত হয়ে যায় যদিও তা ২০১১ সাল পর্যন্ত খোলা ছিল । অর্থতহবিল গঠনে ব্যর্থ হওয়াতেই জাদুঘরটি বন্ধ হয়ে যায় । ২০১৪ সালে কানেক্টিকাট সাধারণ পরিষদে কানেক্টিকাট রিসোরসেস রিকভারি অথোরিটিকে ১০০,০০০ মার্কিন ডলার প্রদানের জন্যে কানেক্টিকাট এনার্জি এন্ড এনভাইরনমেন্ট প্রটেকশন ডিপারটমেন্টকে অনুমোদন দেওয়া হয় ।

কার্যকলাপ[সম্পাদনা]

১৯৯৩ সালে এই জাদুঘরটি ৫০ লক্ষ মার্কিন ডলার ব্যায়ে নির্মাণ ও উদ্ভোদন কর হয় ।[২][৩] ১৯ টি স্থানীয় মিউনিসিপাল্টি (সম্মিলিতভাবে সাউথওয়েস্ট কানেক্টিকাট রিসাইক্লিং কমিটি) জাদুঘরটির জন্যে অর্থ তহবিল সংগ্রহ করতো । জাদুঘরটি দর্শনার্থীদেরকে আবর্জনা থেকে পুনর্ব্যবহারযোগ্য বস্তু তৈরির প্রক্রিয়ার প্রতিটি ধাপ স্বচক্ষে দেখার এবং সে সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ করে দিত । জাদুঘরটি কানেক্টিকাট রিসোরসেস রিকভারি অথোরিটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতো ।[৪]

প্রদর্শনীসমূহ[সম্পাদনা]

জাদুঘরটির লক্ষ ছিলো দর্শনার্থীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করা এবং বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্কে জ্ঞানবৃদ্ধি করা। জাদুঘরের কেন্দ্রীয় পরিচালক, ভ্যালেরি নাইট-দি-গাঙ্গি বলেন , " আমরা প্রদর্শিত বস্তুগুলো তৈরী করেছি যাতে শিশু-কিশোররা আনন্দের সাথে পরিবেশের বিভিন্ন সমস্যা সমপ্রকে জানতে পারে এবং পরিবেশ সম্পর্কে তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরী হয় ও তার দীর্ঘস্থায়ী প্রভাব থাকে।"[৫] পরিচালনা কর্তৃপক্ষ জাদুঘরের জন্য বিশেষজ্ঞ নিয়োগ করেছিলেন যারা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করতেন । [৫]

জাদুঘরটিতে আশেপাশের ২০ টি শহর থেকে আনা প্রায় ৬০,০০০ টন পূনরব্যবহারযোগ্য বস্তু রিসাইকেল করা হতো ।[১] শিক্ষামূলক প্রদর্শনীর ক্ষেত্রে কোমল পানীয়র ক্যান পুনর্ব্যবহারের উপকারিতা , এলুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট এবং বায়ু ও পানি দূষণ কমানোর বিষয়ে জোর দেয়া হতো । সেখানে কম্পোস্ট সারের তৈরী একটি পায়ে হাটার সুড়ংগও ছিলো । এছাড়া ছিল একটি সাধারণ স্টোর এবং আবর্জনার মধ্যে হেলমেট পরে দাড়িয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। যদি প্রশ্নের উত্তর ভুল হতো তাহলে অন্যদেরকে প্রতিযোগির খোলা মাথায় আবর্জনা ফেলার সুযোগ দেয়া হতো।[১] আরো ছিলো পুনরায় ব্যবহার উপযোগী বস্তু দিয়ে তৈরি শিল্পকর্ম। এর মধ্যে অসংখ্য পুরানো ও রঙ্গিন দুধের বোতলের চূর্ণকে পাইপ ক্লিনারে সন্নিবদ্ধ করে তৈরী করা মানুষ্রূপী মূর্তিটি অন্যতম ।[১] ২০০৪ সালে কানেক্টিকাট রিসোরসেস রিকভারি অথোরিটির অর্থায়িত প্রকল্পের অংশ হিসেবে মাইক ব্লাসাভ্যাজ আবর্জনা থেকে বিদ্যুত উৎপাদনের প্রক্রিয়া তৈরী করেন এবং তা প্রদর্শন করেন ।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Collins, Dave (এপ্রিল ৯, ২০০৯)। "It's always Earth Day at Connecticut trash museum"। AP Worldstream  – via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়) । ২৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৪ 
  2. Weizel, Richard (নভেম্বর ৭, ১৯৯৯)। "One Man's Trash Is Another's Museum"The New York Times। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪ 
  3. Zimring, Carl (২০১২)। "Encyclopedia of Consumption and Waste: The Social Science of Garbage"। SAGE Publications। পৃষ্ঠা 147। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৪ 
  4. "The CRRA Garbage Museum"। Connecticut Resources Recovery Authority। ১৫ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪ 
  5. Davis, Mae (জুন ৩, ১৯৯৬)। "Garbage Museum Teaches Environmental Awareness to Children"Nation's Cities Weekly  – via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়) । ২৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪ 
  6. Rhatigan, Chris (আগস্ট ১৭, ২০০৪)। "Museum exhibit puts new spin on garbage"New Haven Register। New Haven, CT  – via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়) । ২৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]