আফগানিস্তান টাইমস ডেইলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফগানিস্তান টাইমস ডেইলি
ধরনপ্রিন্ট, অনলাইন
মালিকরানা থিংক ট্যাংক
প্রতিষ্ঠাকাল২০০৫; ১৯ বছর আগে (2005)
রাজনৈতিক মতাদর্শস্বাধীন
ভাষাইংরেজি
ওয়েবসাইটhttp://www.afghanistantimes.af/

আফগানিস্তান টাইমস ডেইলি একটি স্বাধীন, ইংরেজি ভাষার সংবাদপত্র [১] যার মালিক রানা থিঙ্ক ট্যাঙ্কস এবং কাবুল, আফগানিস্তানে প্রকাশিত হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত, [২] সংবাদপত্রটি ১২ পৃষ্ঠায় প্রকাশিত হয় এবং এতে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক তাত্পর্যের স্থানীয় সমস্যাগুলির উপর আলোকপাত করে নিবন্ধ রয়েছে। সংবাদপত্রটি প্রিন্ট এবং অনলাইন উভয় ফরম্যাটেই প্রকাশিত হয়।

কর্মী[সম্পাদনা]

আফগানিস্তান টাইমস ডেইলি একজন প্রধান সম্পাদক, উপ-সম্পাদক, সাংবাদিক, গ্রাফিক ডিজাইনার এবং অনুবাদক নিয়োগ, একটি সম্পাদকীয় বোর্ড দ্বারা পরিচালিত হয়। সম্পাদকীয় বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ড. শরীফ ফয়েজ (আফগানিস্তান ইনভেস্টমেন্ট সাপোর্ট এজেন্সি (আইএসএ) এর প্রধান, ড. ওমর জাখিলওয়াল, ড. সুলতানা পারওয়ান্তা, ড. শরিফা শরীফ এবং সাদুদ্দিন শপুন (আফগানিস্তানের ভয়েস অফ আমেরিকার (ভিওএ) প্রাক্তন প্রযোজক)৷

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Afghanistan Newspapers and News Media Guide"Afghanistan Newspaper and News Media Guide। ABYZ Web Links Inc.। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১২ 
  2. "Afghanistan Times"Afghanistan Epapers। ePapershub.com.। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]