বিষয়বস্তুতে চলুন

আন্নাসাহেব শিন্ডে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্নাসাহেব শিন্ডে (জন্ম: ২১ জানুয়ারি ১৯২২, গ্রাম: পাদালী, তাল সিন্নার, নাসিক) ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোপারগাঁও (লোকসভা কেন্দ্র) থেকে তৃতীয় এবং চতুর্থ লোকসভার সদস্য ছিলেন।

তিনি আহমেদনগর (লোকসভা কেন্দ্র) থেকে ৫ম এবং ষষ্ঠ লোকসভা নির্বাচিত হয়েছিলেন। [] ১৯৬৬ থেকে ১৯৬৭ পর্যন্ত কেন্দ্রীয় খাদ্য, কৃষি, সম্প্রদায় উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছিলেন, ১৯৬৭ থেকে ১৯৭৪ পর্যন্ত খাদ্য, কৃষি, সম্প্রদায় ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, ১৯৭৪ থেকে ১৯৭৭ পর্যন্ত খাদ্য, কৃষি ও সেচ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Lok Sabha Members Bioprofile-"। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭