আন্তর্জাতিক স্বামীনারায়ণ সৎসঙ্গ মণ্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্তর্জাতিক স্বামীনারায়ণ সৎসঙ্গ মণ্ডল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত হিন্দুধর্মের ধর্মীয় সংগঠন। এটি স্বামীনারায়ণ সম্প্রদায়ের লক্ষ্মী নারায়ণ দেবগদীর অধীনে আসে।[১] সংগঠনটির দেশের বিভিন্ন স্থানে মন্দির ও কেন্দ্রের পাশাপাশি শিকাগো, ইলিনয়েও মন্দির রয়েছে।[২]

"আন্তর্জাতিক স্বামীনারায়ণ সৎসঙ্গ মণ্ডল" হল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, ইনকর্পোরেটেডের ISSO-এর ফেডারেলভাবে নিবন্ধিত ট্রেড মার্ক। বর্তমানে, "আন্তর্জাতিক স্বামীনারায়ণ সৎসঙ্গ মণ্ডল"-কে Swaminarayan Sampradaya (SS)-Advection upstream splitting method (AUSM)-এর সাথে যুক্ত করা হয়েছে, SS-AUSM এখনও শ্রী স্বামীনারায়ণ মন্দির, শিকাগো (হুইলিং) এর সাথে রয়ে গেছে। Laxminarayan Dev Yuvak Mandal (LNDYM) যুব শাখা SS-AUSM-এর অধীনে স্বামীনারায়ণ সম্প্রদায়কে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Williams 2004, পৃ. 145
  2. "North American Hindus call for a New Direction on Terrorism"। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০০৯