আতাউদ্দিন খান
আতাউদ্দিন খান (আনু. ১৯২৭–৩০ নভেম্বর ২০১৫) বাংলাদেশের ঢাকা জেলার রাজনীতিবিদ যিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন।
আতাউদ্দিন খান | |
---|---|
অর্থ, শ্রমিক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৪ নভেম্বর ১৯৭৯ – ২৪ নভেম্বর ১৯৮১ | |
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য | |
কাজের মেয়াদ ১৯৬৫ – ১৯৬৯ | |
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | খন্দকার হারুন-উর-রশিদ |
উত্তরসূরী | শেখ হাসিনা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯২৭ |
মৃত্যু | ৩০ নভেম্বর ২০১৫ ঢাকা নবাবগঞ্জে |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | তিন ছেলে ও তিন মেয়ে |
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আতাউদ্দিন খান আনু. ১৯২৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জের গালিমপুরে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]খান ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এর আগে ১৯৬৫ সালে মুসলিম লীগের প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান মন্ত্রিসভায় তিনি অর্থ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালে, তিনি কে এম ওবায়দুর রহমান এর প্রতিষ্ঠিত জনতা দলে যোগ দেন।[১] তিনি শ্রমিক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[২] অভ্যুত্থানের অভিযোগে তাকে জেনারেল এরশাদ গ্রেপ্তার করেছিলেন।[২][৩]
পূর্ব পাকিস্তান সেন্সর বোর্ড, আরব ওয়ার রিলিফ ফান্ড ও প্রাদেশিক যোগাযোগ কর্তৃপক্ষের সদস্য ছিলেন তিনি।
মৃত্যু
[সম্পাদনা]খান ৩০ নভেম্বর ২০১৫ সালে মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তাকে ঢাকা নবাবগঞ্জে সমাধিস্থ করা হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ex-junior minister Atauddin dies; Khaleda mourns"। unb.com.bd (ইংরেজি ভাষায়)। United News। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Bangladesh's new martial law regime canceled a celebration of..."। UPI (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ Campbell, Colin; Times, Special To the New York (২৭ মার্চ ১৯৮২)। "New Bangladesh Regime Arrests 200"। The New York Times। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "Former minister Ata Uddin dies"। New Age। ২৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।