আছিম শাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আছিম শাহ
জন্ম১৮৪৩ জগন্নাথপুর উপজেলা
মৃত্যু
জাতীয়তাবাংলাদেশি
পেশা'মরমী সাধক গীতিকার

আছিম শাহ জন্ম ১৮৪৩ইংরেজি সন, মৃত্যু ১৯৪৬ ইংরেজি সন, একজন বাংলাদেশি সুফী সাধক, মরমী কবি, গীতিকার, সুরকার ও শিল্পী । হাজারেরও অধিক মরমী গানের রচয়িতা । তারঁ গানগুলো বেশিরভাগ ভাবতত্বের উপর বিত্তি করে রচিত ।[১][২][৩]

পরিচিতি[সম্পাদনা]

আছিম শাহ' বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাড়ি জগন্নাথপুর গ্রামে ১২৫০ বঙ্গাব্দের আশ্বিন মাসে জন্ম গ্রহণ করেন এবং ১৩৫৩ বঙ্গাব্দের ২৬ আশ্বিন মৃত্যু বরণ করেন। তিনি সুনামগঞ্জের বিখ্যাত বাউল সাধক হাছন রাজারাধারমণ দত্ত এর সমসাময়িক কবি ছিলেন। তিনি প্রায় সহস্রাধিক গান রচনা করেছেন বলে জানা যায়। তার পিতার নাম ছিল শাহ বদর উদ্দিন মুন্সী। তার পিতা একজন আলীম ও হেকিম শাস্ত্রে পারদর্শী ছিলেন । আছিম শাহের পীর ছিলেন সৈয়দ শাহনুর (রাহঃ) এর শিষ্য সাজু মনি ।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সিলেটের মরমী মানস সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশনায়- মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ, প্রকাশ কাল ২০০৯ ।
  2. সিলেট বিভাগের ইতিবৃত্ত, মোহাম্মদ মুমিনুল হক, সেন্টার ফর বাংলাদেশ রিচার্সঃ প্রকাশকাল: সেপ্টেম্বর ২০০১ ।
  3. "জেলা তথ্য বাতায়ন"। ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯