বিষয়বস্তুতে চলুন

আঙ্কল ভানিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আঙ্কল ভানিয়া
১৮৯৯ সালে মস্কো আর্ট থিয়েটারে মঞ্চায়নে আস্ত্রভ চরিত্রে কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কি
রচয়িতাআন্তন চেখভ
উদ্বোধনের তারিখ১৮৯৯; ১২৪ বছর আগে (1899)
উদ্বোধনের স্থানমস্কো আর্ট থিয়েটার, মস্কো, রাশিয়া
মূল ভাষারুশ
প্রেক্ষাপটসেরেব্রিয়াকভ পরিবারের ভূ-সম্পত্তির বাগান

আঙ্কল ভানিয়া হল রুশ নাট্যকার আন্তন চেখভ রচিত একটি নাটক। এটি ১৮৯৮ সালে প্রথম প্রকাশিত হয় এবং ১৮৯৯ সালে কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কির নির্দেশনায় মস্কো আর্ট থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়।

চরিত্রাবলি

[সম্পাদনা]
  • আলেকসান্দ্র্‌ ভ্লাদিমিরভিচ সেরেব্রিয়াকভ - অবসরপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
  • হেলেনা আন্দ্রেয়াভ্‌না সেরেব্রিয়াকভা - অধ্যাপক সেরেব্রিয়াকভের ২৭ বছর বয়সী দ্বিতীয় স্ত্রী।
  • সোফিয়া আলেক্সান্দ্রোভ্‌না সেরেব্রিয়াকভা (সোনিয়া) - অধ্যাপক সেরেব্রিয়াকভের প্রথম পক্ষের কন্যা।
  • মারিয়া ভাসিলিয়েভ্‌না ভয়নিৎস্কিয়া - প্রিভি কাউন্সিলরের বিধবা স্ত্রী এবং ভানিয়া ও তার মৃত বোন ও অধ্যাপকের প্রথম স্ত্রীর মা।
  • ইভান পেত্রোভিচ ভয়নিৎস্কি ("আঙ্কল ভানিয়া") - মারিয়ার পুত্র ও সোনিয়ার মামা।
  • মিখাইল ল্ভোভিচ আস্ত্রভ - মধ্য বয়সী গ্রাম্য ডাক্তার।
  • ইলিয়া ইলিচ তেলেগিন - ধনাঢ্য জমিদার।
  • মারিনা তিমফিভ্‌না - বৃদ্ধ সেবিকা
  • কর্মী

চলচ্চিত্র ও গীতিনাট্যে উপযোগকরণ

[সম্পাদনা]
  • আঙ্কল ভানিয়া, অফ-ব্রডওয়েতে মঞ্চস্থ নাট্যকের ১৯৫৭ সালের চলচ্চিত্রায়ন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ফ্রাঞ্চট টোন, তিনি এর সহ-প্রযোজক ও সহ-পরিচালকও ছিলেন।
  • আঙ্কল ভানিয়া, ১৯৬২-৬৩ সালে চিসেস্টার উৎসবের মঞ্চস্থ নাটকের চলচ্চিত্ররূপ, মঞ্চে এটি পরিচালনা করেছিলেন লরন্স অলিভিয়ে যিনি আস্ত্রভ চরিত্রে অভিনয় করেছিলেন এবং ভানিয়া চরিত্রে মাইকেল রেডগ্রেভ, অধ্যাপক সেরেব্রিয়াকভ চরিত্রে ম্যাক্স আদ্রিয়ান, ইয়েলেনা চরিত্রে রোজম্যারি হ্যারিস এবং সোনিয়া চরিত্রে অলিভিয়ের স্ত্রী জোন প্লাউরাইট অভিনয় করেছিলেন। দ্য সানডে টাইমস-এর হ্যারল্ড হবসন চিসেস্টারে মঞ্চস্থ নাটক্টিকে "বিংশ শতাব্দীর ব্রিটিশ মঞ্চনাটকে অনবদ্য" বলে বর্ণনা করেন, অন্যদিকে দ্য নিউ ইয়র্কার এটিকে "আমাদের দেখা সম্ভবত ইংরেজিতে সর্বশ্রেষ্ঠ "ভানিয়া"" বলে উল্লেখ করে।[]
  • দিয়াদিয়া ভানিয়া, ১৯৭০ সালের রুশ চলচ্চিত্ররূপ, উপযোগ করেন ও পরিচালনা করেন আন্দ্রেই মিখালকভ-কনশালভ্‌স্কি।
  • ভানিয়া অন ফোর্টি সেকেন্ড স্ট্রিট, ১৯৯৪ সালের মার্কিন চলচ্চিত্র, উপযোগ করেন ডেভিড ম্যামেট ও পরিচালনা করেন লুই মাল। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ওয়ালেস শন ও জুলিঅ্যান মুর
  • সোনিয়াস স্টোরি, স্যালি বুর্গেস পরিচালিত গীতিনাট্য, নিল থর্নটনের সুরারোপিত, ও নকশা করেছেন চার্লস ফু; উদ্বোধনী প্রদর্শনী হয় ২০১০ সালে।

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার
  • ২০০৩: শ্রেষ্ঠ পুনরুজ্জীবিত নাটক বিভাগে লরন্স অলিভিয়ে পুরস্কার
মনোনয়ন
  • ১৯৯২: শ্রেষ্ঠ পুনরুজ্জীবিত নাটক বিভাগে লরন্স অলিভিয়ে পুরস্কার
  • ২০০০: মঞ্চনাটকে সেরা পুনরুজ্জীবিত নাটক বিভাগে ড্রামা ডেস্ক পুরস্কার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Quotes taken from the VHS recording issued by Arthur Cantor Films, New York.

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:আঙ্কল ভানিয়া টেমপ্লেট:লরন্স অলিভিয়ে পুরস্কার শ্রেষ্ঠ পুনরুজ্জীবিত নাটক