বিষয়বস্তুতে চলুন

দ্য চেরি অরচার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য চেরি অরচার্ড
মস্কো আর্ট থিয়েটারে প্রথম মঞ্চায়নের তৃতীয় অংকের একটি দৃশ্য
রচয়িতাআন্তন চেখভ
উদ্বোধনের তারিখ১৭ জানুয়ারি ১৯০৪
উদ্বোধনের স্থানমস্কো আর্ট থিয়েটার, মস্কো, রাশিয়া
মূল ভাষারুশ
বর্গনাটকীয়

দ্য চেরি অরচার্ড (রুশ: Вишнёвый сад, প্রতিবর্ণীকৃত: Vishnyovyi sad; ইংরেজি: The Cherry Orchard) হল রুশ নাট্যকার আন্তন চেখভ রচিত শেষ নাটক। এটি ১৯০৩ সালের রচিত হয় ও ১৯০৪ সালে প্রথম প্রকাশিত হয়,[] এবং এই বছরের শেষভাগে এ. এফ. মার্কস পাবলিশার্স থেকে পৃথক সংস্করণ প্রকাশিত হয়।[] ১৯০৪ সালের ১৭ই জানুয়ারি কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কির নির্দেশনায় মস্কো আর্ট থিয়েটারে এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। চেখভ এই নাটকটিকে কিছু প্রহসন সংবলিত হাস্যরসাত্মক নাটক বলে বর্ণনা করেন, তবে স্তানিস্লাভ্‌স্কি একে বিয়োগান্ত নাটকের মত মঞ্চস্থ করেন। প্রথম মঞ্চায়নের পর থেকে নির্দেশকগণ এর দ্বৈত প্রকৃতি নিয়ে মতবিরোধে জড়ান। এই নাটকটিকে দ্য সিগাল, আঙ্কল ভানিয়াথ্রি সিস্টার্স নাটকগুলোর পাশাপাশি চেখভের অন্যতম সেরা চারটি নাটকের একটি বলে বিবেচনা করা হয়।[]

চরিত্রাবলি

[সম্পাদনা]
  • মাদাম লিউবভ আন্দ্রেইয়েভ্‌না রানেভ্‌স্কায়া - একজন ভূস্বামী।
  • পিতের ত্রফিমভ - একজন শিক্ষার্থী ও আনিয়ার প্রেমিক।
  • বরিস বরিসভিচ সিমেয়নভ-পিশচিক - অপর একজন ভূস্বামী ও বৃদ্ধ অভিজাত ব্যক্তি।
  • আনিয়া - লিউবভের ১৭ বছর বয়সী কন্যা।
  • ভারিয়া - লিউবভের ২৪ বছর বয়সী পালিত কন্যা।
  • লিওনিদ আন্দ্রেইয়েভেইচ গায়েভ - মাদাম রানেভ্‌স্কায়ার ভাই। হাস্যরসাত্মক ও বাচাল চরিত্র।
  • ইয়ের্মলাই আলেক্সেইয়েভিচ লোপাখিন - একজন বণিক। এই নাটকের সবচেয়ে সম্পদশালী চরিত্র।
  • শার্লত্তা ইভানভ্‌না - একজন গৃহপরিচারিকা ও আনিয়ার সঙ্গী।
  • ইয়েপিখদভ - একজন কেরানি ও আরেকটি হাস্যরসাত্মক চরিত্র।
  • দুনিয়াশা - একজন গৃহপরিচারিকা।
  • ফির্স - ৮৭ বছর বয়সী গৃহভৃত্য।
  • ইয়াশা - একজন যুবক গৃহভৃত্য।
  • পথচারী
  • স্টেশনমাস্টার ও পোস্টমাস্টার
  • গ্রিশা - লিউবভের পুত্র, যে অনেক বছর পূর্বে পানিতে ডুবে মারা গিয়েছিল।
  • অতিথি, ভৃত্য ও অন্যান্য

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Сборник товарищества «Знание» за 1903 год". Книга вторая. СПб., 1904, стр. 29—105. Подпись: А. Чехов.
  2. Commentaries to Вишневый сад ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ মে ২০১৭ তারিখে. The Complete Chekhov in 30 Volumes. Vol. 13. // Чехов А. П. Вишневый сад: Комедия в 4-х действиях // Чехов А. П. Полное собрание сочинений и писем: В 30 т. Сочинения: В 18 т. / АН СССР. Ин-т мировой лит. им. А. М. Горького. — М.: Наука, 1974—1982. Т. 13. Пьесы. 1895—1904. — М.: Наука, 1978. — С. 195—254.
  3. ব্লুম, হ্যারল্ড (৩১ অক্টোবর ২০০৩)। Genius: A Study of One Hundred Exemplary Authors (পুনর্মুদ্রণ সংস্করণ)। গ্র্যান্ড সেন্ট্রাল পাবলিশিং। আইএসবিএন 978-0446691291 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:দ্য চেরি অরচার্ড