বিষয়বস্তুতে চলুন

আখতার হোসেন (সচিব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আখতার হোসেন
মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক)
প্রধানমন্ত্রীর কার্যালয়
কাজের মেয়াদ
৭ ফেব্রুয়ারি ২০২৩  ১৪ আগষ্ট ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীজুয়েনা আজিজ
উত্তরসূরীলামিয়া মোরশেদ
সিনিয়র সচিব
জননিরাপত্তা বিভাগ
কাজের মেয়াদ
১২ জানুয়ারি ২০২২  ৩০ অক্টোবর ২০২২
পূর্বসূরীমোস্তাফা কামাল উদ্দীন
উত্তরসূরীআমিনুল ইসলাম খান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-10-31) ৩১ অক্টোবর ১৯৬৩ (বয়স ৬২)
শরীয়তপুর জেলা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

আখতার হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। []

প্রাথমিক ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

আখতার হোসেন শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৩ খ্রিষ্টাব্দে বিএসএস (সম্মান) ও ১৯৮৪ খ্রিষ্টাব্দে এমএসএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে চাকুরিরত অবস্থায় সরকারের অনুমতি নিয়ে তিনি এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আখতার হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে যোগ দেন। প্রশাসনের বিভিন্ন স্তরে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি সম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব, স্থানীয় সরকার বিভাগে উপসচিব ও যুগ্মসচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) পদে কর্মরত ছিলেন।[][]

২০১৯ খ্রিষ্টাব্দে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।[] তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব ও সিনিয়র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন।

২০২৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিনি পরবর্তী দুই বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিযুক্ত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন"ঢাকাটাইমস। ৬ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩
  2. "সিনিয়র সচিব আখতার হোসেনকে অবসরে পাঠাল সরকার"সময় নিউজ। ২৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩
  3. "আখতার হোসেনের জীবনবৃত্তান্ত"জননিরাপত্তা বিভাগ। ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩
  4. "জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন অবসরে"ঢাকা মেইল। ২৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩
  5. "যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব আখতার হোসেন"যুগান্তর। ১৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩
  6. "এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন"প্রথম আলো। ৬ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩