আওস ইবনে মিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আওস ইবনে মিয়ার মুহাম্মাদের একজন অন্যতম সাহাবা ছিলেন[১] এবং তিনি বিলালের অনুপস্থিতিতে মক্কাতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।[২]

জন্ম ও পরিচয়[সম্পাদনা]

আওস ইবনে মিয়ারের উপনাম আবু মাহযুরা এবং এই নামেই তিনি অধিক পরিচিত। তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মিয়ার ইবনে লাওযান এবং মাতার নাম খুযাইয়া।[৩]

ইসলাম গ্রহণ[সম্পাদনা]

তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছিলেন।

মুয়াজ্জিনের দায়িত্ব[সম্পাদনা]

মক্কা বিজয়ের পর যখন মুহাম্মাদ মক্কায় আগমন করলেন তখন তিনি মুহাম্মাদের নিকট উপস্থিত হয়ে আযান দেওয়ার অনুমতি প্রার্থনা করেন এবং অনুমতি লাভ করেন। যতদিন তারা মক্কায় অবস্থান করেছিলেন ততদিন বিলাল ইবনে রাবাহের অনুপস্থিতিতে তিনি এবং তার অনুপস্থিতিতে আমর ইবনে উম্মে মাকতুম আযান দিতেন।[৪][৫]

এরপর মুহাম্মাদ যখন মক্কা প্রত্যাবর্তন করলেন তখন আওস ইবনে মিয়ার মুহাম্মাদের অনুমতিক্রমে মক্কাতে স্থায়ীভাবে আযানের দায়িত্ব পালন করেন। মুহাম্মাদ ইবনে আমরের মতে, এরপর থেকে তার বংশধর এখন পর্যন্ত মক্কায় আযানের দায়িত্ব পালন করে আসছেন।[৬]

মৃত্যু[সম্পাদনা]

আওস ইবনে মিয়ার ৫৯ হিজরিতে মক্কায় মৃত্যুবরণ করেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইসলামী বিশ্বকোষ ১ম খণ্ড- ১০৭ পৃষ্ঠা 
  2. ইবনুল আসির, [উসদুল গাবা,তেহরান তা.বি -১ম খণ্ড -১৫০] 
  3. আয যাহাবী, তাজরিদু আসমাইস সাহাবা ১ম খণ্ড- ৩৮ 
  4. তাবাকাত ৩য় খন্ড -২৩৪ 
  5. হাজার ইবনে আসকালানী, আল ইসাবা, ১ম খণ্ড- ৮৭ 
  6. তাবাকাত ৫ম খণ্ড -৪৫০ 
  7. "হাজার ইবনে আসকালানী, তাকরীবুত তাহযীব, ১ম খণ্ড- ৮৬"।