আইএসও ৩১৬৬-২:এসজে
আইএসও ৩১৬৬-২:এসজে (ইংরেজি: ISO 3166-2:SJ) হলো স্ভালবার্দ ও ইয়ান মায়েনের জন্য প্রবর্তিত আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) কর্তৃক প্রকাশিত আইএসও ৩১৬৬-২ এর একটি ভুক্তি যা আইএসও ৩১৬৬ এর অংশ। আইএসও ৩১৬৬-১ এ সব দেশের মূল মান সমূহ এবং তাদের উপ-বিভাগসমূহের সংকেত ব্যাখ্যা করা হয়েছে। স্ভালবার্দ ও ইয়ান মায়েনের প্রশাসনিক কোন ভুক্তি নেই, তবে নরওয়ের আলাদা দু'টি অংশ হিসেবে বিদ্যমান। নরওয়ের ভুক্তি আইএসও ৩১৬৬-২:এনও তে স্ভালবার্দের জন্য এনও-২১ এবং ইয়ান মায়েনের জন্য এনও-২২ আলাদা উপ-বিভাগ রয়েছে। বর্তমানে স্ভালবার্দ ও ইয়ান মায়েনের জন্য আইএসও ৩১৬৬-২ এ আলাদা কোন কোড নেই।[১]
বণ্টন
[সম্পাদনা]স্ভালবার্দ ও ইয়ান মায়েন নরওয়ের দু'টি প্রত্যন্ত এলাকার। স্ভালবার্দ সুমেরু অঞ্চলের একটি দ্বীপমালা যার অবস্থান নরওয়ে মূল ভূখণ্ড এবং উত্তর মেরুর মাঝামাঝি সুমেরু অঞ্চলের মাঝামাঝি। এই দ্বীপমালার অবস্থান ৭৪° থেকে ৮১° উত্তর অক্ষাংশ এবং ১০° থেকে ৩৫° পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত।[২] ১৯২০ সালের স্ভালবার্দ চুক্তি নরওয়ের সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে[৩] এবং ১৮২৫ সালের স্ভালবার্দ আইন দ্বারা স্ভালবার্দের গভর্নরের প্রশাসনিক কর্তৃত্ব প্রবর্তিত হয়।[৪] ইয়ান মায়েন উত্তর মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপ, যার অবস্থান নরওয়েজীয় সাগর ও গ্রিনল্যান্ড সাগরের সীমানায়। ১৯৯৪ সাল থেকে নর্ডল্যান্ডের কাউন্টি গভর্নর কর্তৃক এই দ্বীপটি পরিচালিত হয়ে আসছে, সেই সাথে স্টেশন কমান্ডারেরও কিছু কর্তৃত্ব বিদ্যমান।[৫]
আইএসও ৩১৬৬-২, আইএসও ৩১৬৬-২:এনও তে নরওয়ের ভুক্তির মধ্যেই স্ভালবার্দ ও ইয়ান মায়েনের কোডগুলি বণ্টন করা হয়েছে। আইএসও ৩১৬৬-১ এর সমষ্টিগত কোড এসজে (SJ) এর মাধ্যমে স্ভালবার্দ ও ইয়ান মায়েনকে একসাথে গোষ্ঠীবদ্ধ করা হয়েছে এবং ইন্টারনেট কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (ccTLD) .এসজে (.sj) বণ্টন করা হয়েছে।[৬] বোভেট দ্বীপের টপলেভেল ডোমেইন .বিভি (.bv) এর সাথে মিল রেখে .এসজে ডোমেইন নিবন্ধন নিষিদ্ধ করা হয়েছে। ফলে স্ভালবার্দ এর সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলি নরওয়ের ডোমেইন .এনও ব্যবহার করছে।[৭]
কোড সমূহের তালিকা
[সম্পাদনা]বর্তমানে আইএসও ৩১৬৬-২:এসজে এর মধ্যে কোন উপবিভাগীয় কোড নেই। কিন্তু আইএসও ৩১৬৬-২ এ নরওয়ের ভুক্তি আইএসও ৩১৬৬-২:এনও এর মধ্যে স্ভালবার্দ এবং ইয়ান মায়েনের জন্য আলাদা কোড আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ISO Online Browsing Platform: SJ
- ↑ "Svalbard"। Norwegian Polar Institute। ৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২।
- ↑ "Svalbard Treaty"। Governor of Svalbard। ৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২।
- ↑ "5 The administration of Svalbard"। Report No. 9 to the Storting (1999-2000): Svalbard। Norwegian Ministry of Justice and the Police। ২৯ অক্টোবর ১৯৯৯। ১৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২।
- ↑ "ইয়ান মায়েন"। ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২।
- ↑ "Delegation Record for .SJ"। Internet Assigned Numbers Authority। ১৩ নভেম্বর ২০০৯। ১২ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২।
- ↑ "The .bv and .sj top level domains"। নোরিড। ৩ আগস্ট ২০১০। ৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]