আইএফকে মারিয়েহাম্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিয়েহাম্ন
পূর্ণ নামইদ্রোতসফোরেনিঙ্গেন কামরাতেরনা মারিয়েহাম্ন
ডাকনামগ্রনভিত (সবুজ-সাদা)
সারেলাইসেত (দ্বীপবাসী)
প্রতিষ্ঠিত১৯১৯; ১০৫ বছর আগে (1919)
মাঠউইকলফ হোল্ডিং এরিনা[১]
ধারণক্ষমতা১,৬৫০
সভাপতিফিনল্যান্ড দান মিক্কোলা
ম্যানেজারফিনল্যান্ড লুকাস সিবেরিয়স্কি[২]
লিগভেইক্কাউসলিগা
২০১৯৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ইদ্রোতসফোরেনিঙ্গেন কামরাতেরনা মারিয়েহাম্ন (ফিনীয়: Idrottsföreningen Kamraterna Mariehamn, ইংরেজি: IFK Mariehamn; এছাড়াও আইএফকে মারিয়েহাম্ন অথবা শুধুমাত্র মারিয়েহাম্ন নামে পরিচিত) হচ্ছে মারিয়েহাম্ন ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আইএফকে মারিয়েহাম্ন তাদের সকল হোম ম্যাচ মারিয়েহাম্নের উইকলফ হোল্ডিং এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১,৬৫০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুকাস সিবেরিয়স্কি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দান মিক্কোলা। ওলন্দাজ রক্ষণভাগের খেলোয়াড় রবিন বুয়াল্ডা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

ঘরোয়া ফুটবলে, আইএফকে মারিয়েহাম্ন এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ভেইক্কাউসলিগা এবং ১টি ফিনীয় কাপ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

ভেইক্কাউসলিগা

ফিনীয় কাপ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  2. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  4. "বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:আইএফকে মারিয়েহাম্ন টেমপ্লেট:ভেইক্কাউসলিগা