আইএনএস খান্ডেরি (২০১৭)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আইএনএস খান্ডেরি (S৫১) থেকে পুনর্নির্দেশিত)
ইতিহাস
ভারত
নাম: আইএনএস খান্ডেরি
নামকরণ: Khanderi (S22)
নির্মাণাদেশ: 2005
নির্মাতা: মাজাগাঁ ডক লিমিটেড, মুম্বই
অভিষেক: 12 January 2017[১]
কমিশন লাভ: December 2017 (expected)[২]
শনাক্তকরণ: S৫১
অবস্থা: Launched
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার ও শ্রেণী: ডুবোজাহাজ-শ্রেণী ডুবোজাহাজ
ওজন: ১,৫৬৫ টন (১,৭২৫ শর্ট টন) (CM-2000)
দৈর্ঘ্য: ৬১.৭ মি (২০২ ফু) (CM-2000)
প্রস্থ: ৬.২ মি (২০ ফু)
গভীরতা: ৫.৪ মি (১৮ ফু)
ড্রাফট: ৫.৮ মি (১৯ ফু)
প্রচালনশক্তি: Diesel-electric, batteries
গতিবেগ:
  • ২০ নট (৩৭ কিমি/ঘ) (submerged)
  • ১২ নট (২২ কিমি/ঘ) (surfaced)
সীমা:
  • ৬,৫০০ নটিক্যাল মাইল (১২,০০০ কিমি) at ৮ নট (১৫ কিমি/ঘ; ৯.২ মা/ঘ) (submerged)
  • ৫৫০ নটিক্যাল মাইল (১,০২০ কিমি) at ৫ নট (৯.৩ কিমি/ঘ; ৫.৮ মা/ঘ) (surfaced)
সহনশীলতা:
  • 40 days (compact)
  • 50 days (normal)
পরীক্ষিত গভীরতা: >৩৫০ মিটার (১,১৫০ ফু)
লোকবল: ৩১
রণসজ্জা: 6 x ৫৩৩ মিমি (২১ ইঞ্চি) torpedo tubes for 18 Black Shark heavyweight torpedoes/Varunastra torpedo or SM.39 Exocet antiship missiles, 30 mines in place of torpedoes

আইএনএস খান্ডারি (S৫১) হল ভারতীয় নৌ সেনার দ্বিতীয় স্করপেন গোত্রের সাবমেরিন ।মুম্বইয়ের মাজাগাঁও ডক থেকে আনুষ্ঠানিক ভাবে এই ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনটিকে ১২ ডিসেম্বর ২০১৭ সালে জলে নামানো হয়েছে। ১২ ডিসেম্বর ২০১৭ থেকেই শুরু হয়ে যাচ্ছে আইএনএস খান্ডেরি নামে এই অ্যাটাক সাবমেরিনের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা। টর্পেডো এবং অ্যান্টি-শিপ মিসাইল ব্যবহার করে হামলা চালাতে সক্ষম এই ডুবোজাহাজ। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল সুনীল লানবার উপস্থিতিতে আইএনএস খান্ডেরি আনুষ্ঠানিক ভাবে জলে নেমেছে।

নির্মাণ ইতিহাস[সম্পাদনা]

ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে মোট ছ’টি স্করপেন ক্লাস সাবমেরিন তৈরি করছে ভারত। মোট খরচ ৩০০ কোটি ডলার।দ্বিতীয় স্করপেন ক্লাস অ্যাটাক সাবমেরিন আইএনএস খান্ডেরি নৌসেনার হাতে চলে এল।মনে করা হচ্ছে ২০১৭ সালের শেষের দিকে এই সাবমেরিন সম্পূর্ণ রূপে ভারতীয় নৌবাহীনির হাতে চলে আসবে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Submarine 'Khanderi' Launched" (সংবাদ বিজ্ঞপ্তি)। Indian Navy। ২০১৭-০১-১২। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১২ 
  2. "Second Scorpene submarine ready"The Hindu। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]