অ্যাকোল্যান্ড
অ্যাকোল্যান্ড (ইংরেজি: Accoland)অসমের গুয়াহাটি মহানগরের নিকটবর্ত্তী পাটগাঁও নামক স্থানে অবস্থিত একটি জল উদ্যান। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে একোলেন্ড একমাত্র জল উদ্যান। এখানে বিভিন্ন ধরনের জলের খেলা থাকার জন্য উদ্যানটি সকল বয়সের ব্যক্তির মধ্যে জনপ্রিয় । অসম সহ অন্যান্য রাজ্যের লোকেরা আনন্দ উপভোগ করার জন্য এই উদ্যানে আসেন।
সুবিধা সমূহ
[সম্পাদনা]গুয়াহাটি মহানগরের নিকট হওয়ায় অ্যাকোল্যান্ডে য়াওয়ার জন্য বাস, রেল ও বিমানের সুবিধা রয়েছে। বৎসরের বিভিন্ন সময়ে দর্শকেরা এখানে আসেন যদিও গ্রীষ্মকালে লোকের সংখ্যা বেশি হয়। পুরুষ-মহিলা, শিশু-বয়স্ক উভয় বয়সের ব্যক্তির মনোরঞ্জন করার ক্ষেত্রে উদ্যানটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরিবার সহ আনন্দ উপভোগ করার জন্য অ্যাকোল্যান্ড উত্তম স্থান। অ্যাকোল্যান্ডে স্থিত কার্টুন চরিত্র মিকি মাউস ও ডনান্ড ডাক সর্বদা শিশুদের মন আকর্ষণ করে। মনোরঞ্জনকারী ব্যক্তিদের নিরাপত্তার জন্য লকারের সুবিধা দেওয়া হয়েছে। খাদ্য নিয়ে উদ্যানে প্রবেশ করার অনুমতি নেই কিন্তু বিভিন্ন ধরনের দেশীয় ও বিদেশী সুস্বাদু খাদ্যের জন্য অ্যাকোল্যান্ডের ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে। টর্নেডো ও বুমারেং সুবিধা থাকা ভারতের বৃহতর উদ্যানসমূহের মধ্যে অ্যাকোল্যান্ড অন্যতম।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।