বিষয়বস্তুতে চলুন

একাডেমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অ্যাকাডেমি পুরস্কার থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধের শিরোনামের সাথে মিল আছে এমন নিবন্ধের জন্য অস্কার (দ্ব্যর্থতা নিরসন) দেখুন।
একাডেমি পুরস্কার
বর্তমান: ৯১তম একাডেমি পুরস্কার
বিবরণচলচ্চিত্র ক্ষেত্রে বিশেষ অর্জন
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস
প্রথম পুরস্কৃত১৬ মে ১৯২৯; ৯৫ বছর আগে (1929-05-16)
ওয়েবসাইটoscar.go.com
সাম্প্রতিক একাডেমি পুরস্কার বিজয়ী
← ২০১৭ ২০১৮-এর চলচ্চিত্রে সেরাগণ ২০১৯ →
 
পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
বিজয়ী রামি মালেক
(বোহিমিয়ান র‌্যাপসোডি)
অলিভিয়া কলম্যান
(দ্য ফেভারিট)
 
পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
বিজয়ী মাহেরশালা আলী
(গ্রিন বুক)
রেজিনা কিং
(ইফ বিলে স্ট্রিট কুড টক)
 
পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য
বিজয়ী আলফোনসো কুয়ারোন
(রোমা)
পিটার ফ্যারেলি
(গ্রিন বুক)

নির্বাচনের পূর্বে শ্রেষ্ঠ ছবি

দ্য শেপ অব ওয়াটার

নির্বাচিত শ্রেষ্ঠ ছবি

গ্রিন বুক

একাডেমি পুরস্কার (ইংরেজি: Academy Award) বা অস্কার (Oscar) হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস (AMPAS) কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার, যেখানে রূপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা, এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়।[] যে আনুষ্ঠানিক পর্বের মাধ্যমে পুরস্কারগুলো প্রদান করা হয় তা পৃথিবীর সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দলভুক্ত। তাছাড়া এটি গণমাধ্যমের সবচেয়ে পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সারা বিশ্বে সর্বাধিক সংখ্যক মানুষ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন। একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান হয়। ২০০১ খ্রিষ্টাব্দ থেকে ২০১২ পর্যন্ত হলিউডের কোডাক থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। []

ইতিহাস

[সম্পাদনা]

নামকরণ

[সম্পাদনা]

পুরস্কারের প্রথম বছরে, ট্রফিকে একাডেমি আ্যওয়ার্ড অফ মেরিট নামে প্রদান করা হয়। অস্কার নামের উৎপত্তি স্পষ্ট নয়। তবে এটি নিশ্চিত যে, ১৯৩১ সালে এই নামটি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল।একাডেমির সাবেক বোর্ড সচিব মার্গারেট হেরিক বলেন, "সে আমার চাচা অস্কারের মত দেখাচ্ছে!"। বেটি ডেভিস বলেছিলেন যে এটি তার প্রথম স্বামী হার্মন "অস্কার" নেলসনের মত দেখতে। চলচ্চিত্রের কলাম লেখক সিডনি স্কলস্কি দাবি করেন যে, তিনি অস্কার নাম প্রদানকারী।

যদিও "অস্কার" নামটি মূর্তির সরকারী নাম নয়। কিন্তু এটি ডাকনাম হিসেবে ট্রেডমার্ক সুরক্ষিত।

মূর্তি প্রায় সাড়ে ১৩ ইঞ্চি লম্বা এবং প্রায় সাড়ে আট ৮ পাউন্ড ওজনের।

পুরস্কারসমূহ

[সম্পাদনা]

মেধার জন্য একাডেমি পুরস্কার

[সম্পাদনা]

বর্তমান পুরস্কারসমূহ

[সম্পাদনা]

পরিত্যক্ত পুরস্কারসমূহ

[সম্পাদনা]

প্রস্তাবিত পুরস্কার

[সম্পাদনা]
  • শ্রেষ্ঠ অভিনয়শিল্পী নির্বাচন: ১৯৯৯ সালে প্রত্যাখ্যাত
  • শ্রেষ্ঠ স্টান্ট: ১৯৯৯ সালে প্রত্যাখ্যাত
  • শ্রেষ্ঠ শিরোনাম নকশা: ১৯৯৯ সালে প্রত্যাখ্যাত

বিশেষ পুরস্কারসমূহ

[সম্পাদনা]

বর্তমান বিশেষ পুরস্কারসমূহ

[সম্পাদনা]

পরিত্যক্ত বিশেষ পুরস্কার

[সম্পাদনা]

আর দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About the Academy Awards"। Academy of Motion Picture Arts and Sciences। ডিসেম্বর ১৯, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০০৭ 
  2. "ঠিকানা বদলাচ্ছে অস্কার আয়োজন!"। ১৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]