বিষয়বস্তুতে চলুন

অসুর (ওয়েব ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অসুর (ওয়েব ধারাবাহিক)
হিন্দি ওয়েবসিরিজ অসুরের পোস্টার
ধরনক্রাইম
মিস্ট্রি
থ্রিলার[]
নির্মাতাগৌরব শুক্লা
বিভাব শিকদার
উন্নয়নকারী
  • ডিং এন্টারটেইনমেন্ট
  • ভায়াকম ১৮ স্টুডিওস
লেখকগৌরব শুক্লা
নিরেন ভাট
অভিজিৎ খুমান
প্রণয় পটবর্ধন
পরিচালকঅনি সেন
শ্রেষ্ঠাংশেআরশাদ ওয়ার্সি
বরুন সোবতি
অনুপ্রিয়া গোয়েঙ্কা
রিধি ডোগরা
অমেয় ওয়াঘ
দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৬
নির্মাণ
প্রযোজকতানভীর বইওয়ালা
নির্মাণ স্থানমুম্বাই, ভারত
ক্যামেরা বিন্যাসমাল্টি ক্যামেরা
স্থিতিকাল৩৪-৬৩ মিনিট
নির্মাণ প্রতিষ্ঠানডিং এন্টারটেইনমেন্ট
পরিবেশকভুট, জিও সিনেমা
মুক্তি
নেটওয়ার্কভুট, জিও সিনেমা
মুক্তি২ মার্চ ২০২০ (2020-03-02)

অসুর একটি ২০২০ সালে ভুট প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় থ্রিলার হিন্দি ওয়েব সিরিজ, যা তানভীর বুকওয়ালা এটি প্রযোজনা করেছেন ডিং এন্টারটেইনমেন্ট থেকে। [] সিরিজটিতে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, বরুণ সোবতি এবং অমে ওয়াঘ। আধুনিককালের একজন সিরিয়াল কিলারকে নিয়ে সিরিজটি তৈরি হয়েছে। সিরিয়াল কিলার ধর্মের ভাবধারা প্রভাবিত হয়েছে ভীষণভাবে। এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে অভিষেক ঘটে আরশাদ ওয়ারসির[]

পটভূমি

[সম্পাদনা]

রহস্যময় শহর বারাণসীর পটভূমিতে, অসুর নিখিল নায়ারকে অনুসরণ করে, একজন ফরেনসিক-বিশেষজ্ঞ-শিক্ষক, যিনি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে তার মূলে ফিরে আসেন এবং তার প্রাক্তন পরামর্শদাতা ধনঞ্জয় রাজপুতের সাথে নিজেকে ধরা পড়েন একটি নৃশংস সিরিয়াল কিলারের সাথে একটি বিড়াল এবং ইঁদুর খেলা। এর পরে যা হল সাসপেন্স, পৌরাণিক কাহিনী এবং সম্পূর্ণ সম্পর্কহীন কিছু লোকের হত্যার মিশ্রণ।

ধারণা

[সম্পাদনা]

ধারণাটি সম্পূর্ণ নতুন। এই ওয়েব সিরিজটি আধুনিক যুগে হিন্দু পুরাণকে মানিয়ে নিয়ে তৈরি করা হয়েছে। একজন সিরিয়াল কিলারের পুরো দল নিয়মিতভাবে বিভিন্ন খুন করে চলেছে এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) টিমের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও এই হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কে তা এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি, সিজন 2 এ জানা যাবে।

অভিনয়ে

[সম্পাদনা]
  • ধনঞ্জয় রাজপুত চরিত্রে আরশাদ ওয়ারসি
  • নিখিল নায়ার চরিত্রে বরুন সোবতি
  • নয়না নায়ার চরিত্রে অনুপ্রিয়া গোয়েঙ্কা
  • নুশরাত সাইদ চরিত্রে রিধি ডোগরা
  • লোলার্ক দুবে চরিত্রে শরীব হাশমি
  • রসুল শেখ/শুভ জোশী চরিত্রে অমি ওয়াঘ
  • শশাঙ্ক অবস্থির চরিত্রে পবন চোপড়া
  • টিন শুভ জোশী চরিত্রে বিশেষ বানসাল
  • কেশর ভরদাওয়াজের চরিত্রে গৌরব অরোরা
  • রায়না সিং চরিত্রে অনভিতা সুদর্শন
  • সমর্থ আহুজার চরিত্রে নিশাঙ্ক বর্মা
  • আদিত্য জালানের চরিত্রে অর্ক ছাবরা
  • মোক্ষ চরিত্রে আদিত্য লাল
  • নীলকান্ত জোশীর চরিত্রে দীপক কাজির
  • অঙ্কিত শর্মা চরিত্রে বনদীপ সরমা
  • রাধাচরণ জোশীর চরিত্রে জয়ন্ত রায়না
  • লোলার্কের স্ত্রীর চরিত্রে সুনয়না বেইল
  • সাজিদ শেখের চরিত্রে জে জাভেরি

তথ্যসূত্র

[সম্পাদনা]