অল ইন্ডিয়া সেন্টার ফর ট্রেড ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অল ইন্ডিয়া সেন্টার ফর ট্রেড ইউনিয়ন ছিল ভারতের কেরলে একটি ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এটি কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টির শ্রমিক শাখা ছিল। এম কে কান্নান এআইসিটিইউ-এর কেরল রাজ্য সভাপতি ছিলেন। জুন ২০০৭ সালে, এআইসিটিইউ হিন্দ মজদুর সভার সাথে একীভূত হয়। সেই সময়ে এআইসিটিইউ ১,৫০,০০০ সদস্য আছে বলে দাবি করেছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CMP's trade union merges with Hind Mazdoor Sabha"। The Hindu। জুন ২৫, ২০০৭।