অলজবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলজবস
ধরনটেলিটক এর একটি ডিজিটাল ব্র্যান্ড
শিল্পসফটওয়্যার
সদরদপ্তররাজউক কমপ্লেক্স, সড়ক নং - ১৭, গুলশান-১, ঢাকা, বাংলাদেশ
পণ্যসমূহসফটওয়্যার, চাকুরি, ফলাফল, দক্ষতা উন্নয়ন
মালিকগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ওয়েবসাইটhttps://alljobs.teletalk.com.bd/

অলজবস বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র পরিপূর্ণ চাকরি বাতায়ন যেখানে চাকরির তথ্য প্রাপ্তি, আবেদন থেকে শুরু করে চাকরিতে যোগদান পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায় । এই চাকরি বাতায়ন টি রাষ্ট্রীয় টেলিযোগাযোগ সেবাদাতা সংস্থা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর দ্বারা পরিচালিত । অলজবস এর মাধ্যমে প্রায় সকল ধরনের সরকারি চাকুরীর পাশাপাশি বেসরকারি চাকুরীর তথ্যাদি ও রয়েছে । ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করছে অল জবস ।

ইতিহাস[সম্পাদনা]

২০০৪ সালে যাত্রা শুরু করা টেলিটক এর মাধ্যমে সরকারি চাকুরীর আবেদন করা গেলেও "সময় শ্রম ও অর্থ সাশ্রয় করুন" শ্লোগানে পরবর্তীতে "অল জবস বাই টেলিটক" নামে আলাদা একটি ব্র্যান্ড চালু করে টেলিটক যার ফলে চাকুরি প্রার্থীরা সহজেই তাদের চাহিদা পূরণ করতে পারে । [১] [২] [৩]

বিশেষ সেবাসমূহ[সম্পাদনা]

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় চাকরি বাতায়ন টেলিটক অল জব পোর্টাল যাতে প্রায় সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তির খবরের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহের চাকরির বিজ্ঞপ্তির তথ্য ও পাওয়া যায় ‌। তাছাড়া এর মাধ্যমে অনলাইনে চাকরির আবেদন, প্রবেশপত্র সংগ্রহ, ফলাফল জানা ইত্যাদি করা যায়। তবে এর বিশেষ কিছু সুবিধা হলঃ

  • যাচাই করণঃ এখানে চাকুরি প্রার্থীদের বিভিন্ন তথ্য দ্রুত যাচাই হয় কারণ বাংলাদেশের পাবলিক পরীক্ষার ফলাফল গুলো টেলিটক দ্বারা সংরক্ষিত
  • ২ মিনিটে আবেদনঃ এখানেচাকুরিপ্রারথিরা নিজস্ব তথ্য, সনদ ইত্যাদি একবার আপলোড করে নিলে এর পর থেকে আর বার বার তথ্য পূরণ বা আপলোড করতে হয় না, দ্রুত আবেদন করা যায়
  • দক্ষতা উন্নয়ন পাঠঃ চাকুরি প্রার্থীদের দক্ষতা উন্নয়নে অনলাইনে প্রশিক্ষণ সেবা প্রদান ।


আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]