অরুণাচল প্রদেশ ফুটবল দল
অবয়ব
পূর্ণ নাম | অরুণাচল প্রদেশ ফুটবল দল | ||
---|---|---|---|
মাঠ | অনেক | ||
মালিক | অরুণাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন | ||
প্রধান কোচ | সাঙ্গেই সেরিং | ||
লিগ | সন্তোষ ট্রফি | ||
২০২২–২৩ | গ্রুপ পর্ব | ||
|
অরুণাচল প্রদেশ ফুটবল দল হল ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের প্রতিনিধিত্বকারী ফুটবল দল, যারা সন্তোষ ট্রফিতে নিয়মিত অংশগ্রহণ করে।[১] অরুণাচলের সাব-জুনিয়ার্স দল ২০১৮ হিরো সাব-জুনিয়র্স বয়েজ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ হিরো সাব-জুনিয়ার্স গার্লস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিল। টুর্নামেন্টে, অরুণাচল প্রদেশের আপতানি সম্প্রদায়-এর তালো আনা পাঁচ ম্যাচে ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
খেলোয়াড়দের তালিকা
[সম্পাদনা]২০২২/২৩ মরসুমের তালিকা:[২]
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
সাফল্য
[সম্পাদনা]- মীর ইকবাল হুসেইন ট্রফি
- রানার্স-আপ (২): ২০১৮–১৯, ২০১৯–২০[৩]